দুঃখ কষ্ট মানব জীবনের অবিচ্ছেদ্ধ অংশ। জন্ম থেকে কেই কষ্ট পায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনারা যারা জীবনের কষ্টের স্ট্যাটাস পেতে চান তাদের জন্য রয়েছে কষ্টের ক্যাপশন , কষ্টের ছন্দ , ফেসবুক স্ট্যাটাস , কষ্টের কথা , কষ্টের স্ট্যাটাস পিক ও কবিতা । আশাকরি আপনাদের ভালো লাগবে। ভালোবাসার ছন্দ কষ্টের
কষ্টের স্ট্যাটাস
।।❤️।। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের।
কিন্তু তার চেয়েও বেশি কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করা। ভালোবাসার ছন্দ কষ্টের
।।❤️।। যে আমার কান্নার কারণ খুঁজে না,
সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না।
।।❤️।। ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম, স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে।
।।❤️।। পৃথিবীতে সবকিছু বুজতে সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট !
।।❤️।। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন
একবার ও আমার খোঁজ নেয় না !!
।।❤️।। জীবন টাই খুব কষ্টের! ভালোবাসার ছন্দ কষ্টের
।।❤️।। প্রত্যেক মানুষের মনে কষ্ট থাকে, কেউ চাইলে প্রকাশ করতে পারে!
।।❤️।। আবার কেউ নিজের মনের কষ্টগুলো মনের ভিতর পুষে রাখে!
।।❤️।। আবার অনেকে নিজের মনের কষ্টগুলো শেয়ার করার জন্য ফেসবুকে কষ্টের স্ট্যাটাস দিয়ে থাকে!
।।❤️।। আমাদের মন যখন কষ্টে থাকে, তখন মনে অনেক কষ্টের কথা ঘুর পাক খায়!
।।<>।। তাই আমরা ফেসবুকে গিয়ে বাংলা কষ্টের স্ট্যাটাস লিখতে চাই!
।।<>।। জীবনের কষ্ট গুলো নিজের মনের মাঝেই রয়ে যায় কারন কষ্ট গুলো কেউ বুঝতে চায় না!
।।<>।। ভালো থাকুক প্রিয় মানুষগুলো! ভালোবাসার ছন্দ কষ্টের
।।<>।। যার মনের কষ্ট সে বুঝে বাকিরা তো গল্প খুঁজে!
ভালোবাসার ছন্দ কষ্টের
।।<>।। জীবনে’র সবচেয়ে কষ্টে’র সময় মুখে হাসি নিয়ে কাটাতে হচ্ছে কষ্ট গুলো , কষ্টের কথা না পারছি কাউকে বলতে না পারছি নিজের ভিতরে লুকিয়ে রাখতে..!!
।।<>।। জীবন’টা যেন একটা শ্রোতবহুল নদীর মতো,নদীতে যেমন বাঁক থাকে,ঢেউ থাকে ঠিক তেমনি আমাদের মানব জীবনেও সুখ-দুঃখ থাকে, সুখটা’কে যেমন আমরা সবার সাথে একসাথে উপভোগ কিংবা সেলিব্রেট করতে পারি,কিন্তু দুঃখটা’কে সবার সাথে ভাগ করে নেওয়া যায়না..!!
।।<>।। যখন খুব বেশি মন খারাপ হয় বা কষ্ট হয় তখন সোশাল মিডিয়াতে একটা ছোট্ট স্ট্যাটাস বা ফেসবুকে একটা বাংলা সেড স্টোরি পোস্ট করে আমরা চুপচাপ বসে থাকি..!!
।।<>।। এভাবে’ই যাচ্ছে আমার জীবন তারপরেও ঈশ্বর যা করেন অবশ্য’ই ভালোর জন্য করে..!!
।।<>।। যে যারে পেয়ে গেছেন, যেভাবেই হোক তারে ধরে রাইখেন..!
।।<>।। মানুষ হারানোর কি যে যন্ত্রণারে ভাই, যার হারাইছে শুধু সেই বোঝে..!
।।<>।। আবেগ, অনুভূতি, থেকে যত দূরে থাকা যায়•! জীবন ততই সুন্দর •ভালোবাসার ছন্দ কষ্টের
।।<>।। ❀❀”সবাই বলে”…………!!!!
_”ভালোবাসা যদি সত্যি হয়”,,,,,,,
___❀❀”তাহলে সে একদিন ফিরে আসবে”…..!!!
আর আমি বলি”.!
_”ভালোবাসা যদি সত্যি হতো”
তাহলে সে কখনো ছেড়েই যেত না!!
।।<>।।
︵ – ___অহংকার করি না___
“কারণ”
___ আমি মাটির তৈরি মানুষ___
___সময়.হলে,আবার..!___
___ওই মাটিতেই___
___মিশে যাবো…!___︵
।।<>।। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে,
সেটা শুধু সময় বলে দেয় ।
।।<>।। যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারে না,
সেখানে বাস্তবতা তো নির্মম।
।।<>।। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়,
কারো প্রতি এতটাও ডুবে যেওনা যাতে নিজেকেই ভেংগে পড়তে হয়।
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
পরিবারের বড় ছেলের উপর অন্যরকম একটা দায়িত্ব থাকে। পিতার পরেই বড় ছেলের কাঁধে পরে পরিবারের সমস্ত দায়-দায়িত্ব। এই দায়িত্বগুলো বড় ছেলেদের সুনিপন ভাবে পালন করতে হয়। এর জন্য তাদের নানা ধরনের ত্যাগ স্বীকার করতে হয় যা ছোট ছেলেদের করতে হয় না। অথচ এত দায়িত্ব নীরবে পালন করা সত্ত্বেও একটা সময় তাকে কটু কথা শুনতে হয়।
।।❤️।। পরিবারের বড় ছেলে কথাটি ছোট হলেও এর দায়িত্বটা অনেকটা বড়।
।।❤️।। বড় ছেলে মানেই পাথর, তারা কখনো কাঁদে না। অনেকটা কষ্ট বুকে চেপে হাসির অভিনয় করে।
।।❤️।। বড় ছেলে মানে বাবার পরে দ্বিতীয় ছায়া। তারা কখনো হাসে না, তারা পরিবারে কে হাসায়।
।।❤️।। পরিবারের বড় ছেলেরা হাজারটা কষ্ট করে পরিবারকে জাগিয়ে তুলে। তারা তাদের কষ্টের কথা কখনো ভাবে না।
।।❤️।। বড় ছেলে মানেই অশিক্ষিত, তারা বেশি পড়ালেখা জানেনা। কিন্তু ছোট ভাই বোনদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের পড়ালেখার খরচ চালায়।
।।❤️।। বড় ছেলে মানে দায়িত্বশীল। তাদের মত এতটা দায়িত্ব আর কেউ পালন করতে পারে না। তাদের দায়িত্ব টা বাবার থেকে কোন অংশে কম নয়।
।।❤️।। যেই খাচাতে থাইকা, শিখলি প্রেমের মানেটা,
সেই খাচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না ।
।।❤️।। সবথেকে কঠিনতম একাকীত্ব হলো
নিজেকে নিজের ভালো না লাগা ।
।।❤️।। মানুষের কখনও কখনও একা থাকা ভালো কারণ
সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না।
।।❤️।। অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও
একাকীত্ব অধিকতর শ্রেয়।
কষ্টের ক্যাপশন
।।<>।। আগে যখন দেখতাম কেও কষ্টের স্ট্যাটাস দিয়েছে ভাবতাম যে ঢং করছে। এখন বুঝি এটা একটা যোগ্যতা। গতকাল এতগুলো স্ট্যাটাস লিখলাম, পরে সবই ব্যাকস্পেস দিলাম। বাস্তবতা বদলাবে না জানি, তাও নাহয় লিখেই ফেলতাম
।।<>।। কত শত নাটক দেখছি, কিন্তু এক স্ট্যাটাস দিয়ে দুই তিনজনকে একসাথে নাচানো প্রথম দেখলাম।
বিঃদ্রঃ ( “তোমাকে না পাওয়া এক আকাশ সমান কষ্টের চেয়েও বেশি।” এটি নাটকের একটি কমন সংলাপ।)
।।<>।। মানুষগুলো আ’ঘাতে আ’ঘাতে আমার মনে তাদের অবস্থান পরিবর্তন করে দিয়েছে।
কিছু সময় পর আবার আমার কাঁ’ধে অভি’যোগের পাহাড় জমিয়েছে,
।।<>।। আমার জীবনের প্রতিটা আমি দোষী…..!
আনন্দিত না হলেও বরাবর আমি হাসিখুসি
।।<>।। প্রিয় মানুষটার “নামের” মধ্যে এক অ’দ্ভু’ত
রকম শক্তি আছে। যেকোনো জায়গায় দেখলে বা শুনলে, মানুষটার কথা বড্ড বেশি মনে পড়ে।
।।<>।। মাফ করে দিও…!
অপ্রিয় হয়েও বার বার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করেছি|
।।<>।। এতো ছোট জীবনে অধ্যায়ে’র শুরুতে এতো কষ্ট নিয়ে জীবনে’র অধ্যায় শুরু করতে হবে কখনো কল্পণাও করতে পারিনি..!!
।।<>।। জীবনে কষ্ট পেয়েও কাঁদতে পারিনি,কাউকে জড়িয়ে ধরে কান্না করে কষ্টে’র কথা বলার সুযোগ হয়নি..!!
।।<>।। জীবনে’র সবচেয়ে কষ্টে’র সময় মুখে হাসি নিয়ে কাটাতে হচ্ছে কষ্ট গুলো , কষ্টের কথা না পারছি কাউকে বলতে না পারছি নিজের ভিতরে লুকিয়ে রাখতে..!!
।।<>।। জীবন’টা যেন একটা শ্রোতবহুল নদীর মতো,নদীতে যেমন বাঁক থাকে,ঢেউ থাকে ঠিক তেমনি আমাদের মানব জীবনেও সুখ-দুঃখ থাকে, সুখটা’কে যেমন আমরা সবার সাথে একসাথে উপভোগ কিংবা সেলিব্রেট করতে পারি,কিন্তু দুঃখটা’কে সবার সাথে ভাগ করে নেওয়া যায়না..!!
ফেসবুক স্ট্যাটাস
।।❤️।। যখন খুব বেশি মন খারাপ হয় বা কষ্ট হয় তখন সোশাল মিডিয়াতে একটা ছোট্ট স্ট্যাটাস বা ফেসবুকে একটা বাংলা সেড স্টোরি পোস্ট করে আমরা চুপচাপ বসে থাকি..!!
।।❤️।। এভাবে’ই যাচ্ছে আমার জীবন তারপরেও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ যা করেন অবশ্য’ই ভালোর জন্য করে..!! ইনশাআল্লাহ একদিন আল্লাহ্ সব ঠিক করে দেবে..!!
।।❤️।। জীবনে’র সবচেয়ে কষ্টে’র সময় মুখে হাসি নিয়ে কাটাতে হচ্ছে কষ্ট গুলো , কষ্টের কথা না পারছি কাউকে বলতে না পারছি নিজের ভিতরে লুকিয়ে রাখতে..!!
।।❤️।। জীবন’টা যেন একটা শ্রোতবহুল নদীর মতো,নদীতে যেমন বাঁক থাকে,ঢেউ থাকে ঠিক তেমনি আমাদের মানব জীবনেও সুখ-দুঃখ থাকে, সুখটা’কে যেমন আমরা সবার সাথে একসাথে উপভোগ কিংবা সেলিব্রেট করতে পারি,কিন্তু দুঃখটা’কে সবার সাথে ভাগ করে নেওয়া যায়না..!!
।।❤️।। যখন খুব বেশি মন খারাপ হয় বা কষ্ট হয় তখন সোশাল মিডিয়াতে একটা ছোট্ট স্ট্যাটাস বা ফেসবুকে একটা বাংলা সেড স্টোরি পোস্ট করে আমরা চুপচাপ বসে থাকি..!!
।।❤️।। এভাবে’ই যাচ্ছে আমার জীবন তারপরেও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ যা করেন অবশ্য’ই ভালোর জন্য করে..!!
।।❤️।। পৃথিবীর সমস্ত দুঃখ থেকে
নিজেকে আগলে রাখুন।
না হলে প্রতিটি মানুষ এসে
আপনার হ্নদয় ভেঙে দিয়ে
যাবে।
।।❤️।। পৃথিবীর অর্ধেক মানুষ অপরকে ঠকাচ্ছে! আর বাকি অর্ধেক ঠকিয়ে চলেছে নিজেকে।
বহুদিনের পুরনো ক্ষত!
অশ্রু নামের রক্ত ঝরে অবিরত!
একই ক্ষতে আর কতো আঘাত করবে বলো?
রক্ত ঝরতে ঝরতে ক্ষতবহনকারী মানুষটা রও একদিন জীবন অবসান হবে যেনো!
।।❤️।। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,,, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে
রাত্রির- কষ্ট- হয় – চাদঁ- ডুবে- গেলে,,, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে।
।।❤️।। প্রেম করতে চাই না কষ্ট পাবার ভয়ে, কিন্তু আমি আগে থেকেই আপনাকে অনেক ভালোবাসি।
।।❤️।। এখন আর আমি একা নই,,,,, তুমি চলে গেছো তাতে কি হয়েছে?
আমাকে তোমার দেওয়া কষ্টগুলো,,, এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী।
।।❤️।। আমি জানিনা,,,, কেন আমার এমন হয়!!!! আমি, কেন তোমায় নিয়ে এতো স্বপ্ন দেখি ?
।।❤️।। আমি জানি আমি তোমায় কত ভালোবাসি,,,,,,,,জানিনা কেন এত তোমায় মিস করি
।।❤️।। ইয়া আল্লাহ! নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন।
আবেগি কষ্টের স্ট্যাটাস
।।<>।। আমার নিরবতা তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি। তাই আমি শব্দ দিয়েও তোমায় বুঝানোর চেষ্টা করিনি। শুধু নিরবে চলে এসেছি…
।।<>।। আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে দুরে সরে যাই, যাদের কাছে আমার কোন মুল্য নেই.
।।<>।। জানি তুমি একদিন ঠিক আমার কাছে আসবে, হয়তো আমার টানে, নয়তো আগরবাতির ঘ্রাণে।
।।<>।। কষ্টতো তখন হয়,,, যখন কেউ পিছন দিয়ে আঘাত করে….!
।।<>।। কষ্ট তো অনেকে আছে ভুলবো কার কাছে আর আমার কষ্ট শুনবেই বা কে ????????
।।<>।। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট
পাওয়ার জন্য জন্ম নেয়। টাকা পয়সার
কষ্ট না, মানসিক কষ্ট।। সময়ের সাথে সাথে
কাউকে ধরে রাখা যায় না। কেউ থাকে না, কথা রাখে নি।
।।<>।। এতো ছোট জীবনে অধ্যায়ের শুরুতে এতো কষ্ট নিয়ে জীবনের অধ্যায় শুরু করতে হবে কখনো কল্পণাও করতে পারিনি। জীবনে কষ্ট পেয়েও কাদতে পারিনি। কাউকে জরিয়ে ধরে কান্না করে কষ্টের কথা বলার সুযোগ হয়নি। জীবনের সবচেয়ে কষ্টের সময় মুখে হাসি নিয়ে কাটাতে হচ্ছে। কষ্টের কথা না পারছি কাউকে বলতে না পারছি নিজের ভিতরে লুকিয়ে রাখতে।
।।<>।। জীবনটা যেন একটা শ্রোতবহুল নদীর মতো, নদীতে যেমন বাঁক থাকে,ঢেউ থাকে ঠিক তেমনি আমাদের মানব জীবনেও সুখ -দুঃখ থাকে, সুখটাকে যেমন আমরা সবার সাথে একসাথে উপভোগ কিংবা সেলিব্রেট করতে পারি ,
।।<>।। কিন্তু দুঃখটাকে সবার সাথে ভাগ করে নেওয়া যায়না। যখন খুব বেশি মন খারাপ হয় বা কষ্ট হয়তখন সোশাল মিডিয়াতে একটা ছোট্ট স্ট্যাটাস বা ফেসবুকে একটা বাংলা সেড স্টোরি পোস্ট করে আমরা চুপচাপ বসে থাকি
।।<>।। ? সম্পর্কের আদি ঘটতে শুরু হয় যখন থেকে
তখন থেকেই,,,,,,, যখন ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে
।।<>।। আগে যদি জানতাম জীবনের সব চাওয়া পুরন হবে না,
তাহলে কোনদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না,।
।।<>।। চোখের জল সবাই দেখে*** কিন্তু হৃদয়ের কষ্ট কেও দেখেনা
কোনকিছু পওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে***কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটাজীবন,।
।।<>।। অশ্রু হলো এমন ভাষা,,যা হৃদয়, মুখে প্রকাশ করতে পারে না।
।।<>।। তোমাকে পাওয়ার অপেক্ষা টা আমার কোনো দিনেও,
শেষ হবে না,
চাপা কষ্টের স্ট্যাটাস
।।❤️।। আচ্ছা যারা ছেড়ে চলে যায়…!
তাদের কি ছারতে কষ্ট হয় না..
।।❤️।। আর যাই হোক,,,,?? __কষ্ট আমার কোনোদিন পিছু ছাড়বে না,,,
।।❤️।। যে আপনাকে ছেড়ে দুরে যেতে চাই. তাকে যেতে দেওয়া উঠিত ,????আপনি যদি যেতে না দেন???? দিন শেষে আপনিই কষ্টো পাবেন????
।।❤️।। মানুষ সব সহ্য করতে পারে
কিন্তু, ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না
।।❤️।। প্রতিদিন কথা বলা মানুষ টা একদিন হঠাৎ করে
হারিয়ে গেলে খুব কষ্ট লাগে তাই না
।।❤️।। যখন বৃহস্পতিবার আসতো ক্লাস থেকে বের হয়ে বাসায় আসার সময় সে খুব মায়াভরা কন্ঠে বলতে; ‘কালকে তো শুক্রবার তোমাকে দেখতে পাবো না আমার খুব কষ্ট হবে। তোমাকে একদিন না দেখতে পারলে আমার পুরো দিনটা এলোমেলো হয়ে যায়। তোমার সাথে একদিন কথা না বলতে পারলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে’।
।।❤️।। আজ কত শুক্রবার অতীত হয়ে গেলো, কত মাস ফুরিয়ে গেলো আমাদের দেখা হয়না, কথা হয়না। এসব অধিকার আমাদের মাঝে আর বেঁচে নেই। অথচ এখন আর তোমার এলোমেলো লাগে না, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে না। এখন খুব গোছালো তুমি, কী প্রশান্তির নিঃশ্বাস তোমার!
ভালোবাসা ভালো নেই
।।❤️।। আমার জীবনে কনু কষ্ট নাই আমার জীবনে এটা কষ্ট আমার এটা প্রিয় মানুষ নাই
।।❤️।। আমি হারিয়ে গেলে༎༎ভয় নেই༎༎༎ ༎༅༎কারন ༎༅༎
❥••••আমাকে খুঁজার ༎༎মতো ༎༎কেউ༎ ༎༅༎নেই༎༅༎
❥••••আমি কষ্ট পেলে༎༎ক্ষতি নেই༎༎༎༎ ༅༎কারন༎༅༎
❥••••আমাকে বোঝার༎༎মতো༎༎কেউ༎༎ ༎༅༎নেই༎༅༎!! _
।।❤️।। সৃতি নিয়ে বেচে থাকার চেয়ে,,,,, স্বপ্ন নিয়ে বেছে থাকা অনেক বেটার।
।।❤️।। আমি কখনও রাগ করি না,,,, কারন আমি জানি আমার রাগের মূল্য নেই কারও কাছে।
।।❤️।। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে,,,,,
শুধু প্রকাশ করার ধরন আলাদা,,,,,,.,..,..,..।
।।❤️।। ভুলে আমিও যেতে পারতাম,,,,,.,,,., কিন্তু কখনও চেষ্টা করিনাই,,,,
কারন আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি ,,,,,,,
।।❤️।। ভালোবাসা বদলায় না,,,, বদলে যায় মানুষগুলো
সৃতি হারায়ে যায় না…,.,. হারিয়ে যায় সময়গুলো,,,।
।।❤️।। কষ্ট পেলেও নিজের ভিতর চেপে রাখাটা.! – অভ্যাসে পরিণত হয়ে গেছে!
।।❤️।। খুব খারাপ আমি তাই না,,,? সবাইকে শুধু কষ্ট দেই,,,? আল্লাহর কাছে প্রার্থনা করো,, এই খারাপ মানুষটা যেন খুব তারাতাড়ি ম*রে যাই
কষ্টের কথা
।।<>।। হায় রে= কষ্ট
যখন আসে পুরো টিম নিয়ে; হায় রে সুখ মনে হয় কেউ নেই,
একাই আসে দুই একদিন মায়া লাগায় যাও;
।।<>।। মানুষ সব সয্য করতে পারে
কিন্তু ভালোবাসর কষ্ট সয্য করতে পারেনা
।।<>।। জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন ʘ
কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে পাবেন না।
।।<>।। আজ কাল মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ ই বেশি।
আপনি বুঝবেন কিন্তু আপনাকে কেউ বুঝবে না,। হুম এটাই বাস্তব।
।।<>।। কিছু মানুষকে আমাদের কখনো বলা হয়না..
আপনার দেয়া কষ্ট আমার রুহু অব্দি গেছে!
।।<>।। কষ্ট সব সময় আপন মানুষরাই দেয়,,, কারন আমাদের দূবলতা গুলো তারাই জানে,,,
।।<>।। সত্যিই যার হারায় সেই বুঝে-
•হারানোর যন্ত্রণা কতটা কষ্ট-দায়ক..!
।।<>।। ১ সেকেন্ড কথা না বলে থাকতে পারা আমি
তার সাথে কথা না বলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি কষ্ট হচ্ছে ভিষণ
ভেতরটা কুরে কুরে খাচ্ছে তবু তার ফেরার অপেক্ষায় আছি আমি
।।<>।। তুমি দুরে চলে যাচ্ছ,,,,
আমি বাধা দিবনা…………….
তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা।
।।<>।। আমি সত্যিই ব্যার্থ,,,, কারণ আমি কোনভাবেই,,,,
তোমাকে বুঝাতে পারিনি,,,,, আমি তোমাকে কতটা ভালবাসি..।
।।<>।। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।
।।<>।। ভুলটা শুধু আমারি ছিল, কারণ স্বপ্নটা যে,,, আমি একাই দেখে ছিলাম♡
।।<>।। সব মানুষই প্রেমে পরে.,,.,,., কেউ প্রকাশ করতে পারে,,,,, আবার লুকিয়ে রাখে।
।।<>।। আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও, তাইতো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে, আমি চাই আমার ভালবাসার মানুষটি সুখে থাকুক যেইখানেই থাকুক। কারণ ভালোবাসা মানে সুখের নীড়, তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক, আমি চাই তাঁর বিনিময় যেন সেই সুখে, আর তাঁর সুখই আমার সুখ।
।।<>।। “তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস টাও ফেলতে কষ্ট হয়,,,,
︵❝།།
কষ্ট
।।❤️।। হাঁসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত,হাজারটা কষ্ট লুকানোর জন্য একটি মিথ্যা হাঁসি যথেষ্ট༅༎নিরানব্বই ভা’গ কষ্ট বু’কে চেপে রেখে এ’ক ভা’গ সু’খ নিয়ে আ’ন’ন্দে বেঁ’চে থাকার নামই জী’ব’ন
।।<>।। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট বোধহয়,,, পৃথিবীতে আর কিছুই নাই, I miss you,, i really miss u,,,
।।❤️।। যাদের হাসি সুন্দর………………….℅
……তাদের কষ্ট অনেক গভির…
।।<>।। মানুষ তখনই তোমায় কষ্ট দিবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে!!
।।❤️।। চোখ ক্লান্ত হয়ে গেলেও..!
~দুঃখ কষ্ট কখোন ক্লান্ত হয় না..!
।।<>।। কষ্ট লুকাতে লুকাতে একদিন!
আমিও লুকাই যাবো!
।।❤️।। – ‘কষ্ট’
সেতো প্রিয়জনের দেওয়া শ্রেষ্ঠ উপহার
।।<>।। প্রসঙ্গ যখন কষ্ট নিয়ে হাসিমুখে থাকার…!
– তখন আমাদের সমাজের বেকার ছেলেগুলাই সেরা..!
।।❤️।। কারো অনুপস্থিতিতে তাঁকে প্রচন্ড মিস করা, কথা বলতে না পেরে কষ্ট পাওয়া, পছন্দ করেও তাঁকে বোঝাতে না পারা; এরচেয়ে খারাপ অনুভূতি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেখানে রাগ দেখিয়ে আর কী হবে!?
।।<>।। মাঝে মাঝে চোখের পানিও প্রশ্ন করে, আর কত নিজেকে কষ্ট দিবি!
।।❤️।। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব ,
কিন্তু ভালোবাসার পর কারও সাথে বন্ধুত্ব সম্ভব নয় ।????
।।<>।। একটা মানুষ তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
।।❤️।। ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।
।।<>।। মৃত্যু শুধু দেহের হয় না কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।
।।❤️।। কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয় ,
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় ।
।।<>।। সময়ের সাথে সাথে তুমি আমি সবাই বদলে যাই।
কেন শুধু শুধু আমার দিকে ইশারা কর ভাই!!!
।।❤️।। মাঝেমাঝে এমনও হয় যে, হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে।
।।<>।। আবেগপ্রবণ মানুষদের জন্য এই দুনিয়াটা তেমন সুইটেবল জায়গা না
রেডিমেইড হউক আর স্বরচিত হউক জীবনের একটা সংবিধান দরকার
কষ্টের ছন্দ কবিতা
মাহমুদুল হাসান
–
জীবন! তুমি আগুন জ্বালো
কষ্ট আমার বুকে
জীবন !আগুন হয়ে দাও শুকিয়ে
কষ্ট অশ্রু চোখে ।
জীবন! আমার জীবন নদে ভাটা
জীবন নৌকা তাই চলে না
কষ্ট ভাটায় রোখে
জীবন !আমার কষ্ট পাওয়ায়
সাধ মেটেনা
আমায় কষ্ট ঘিরে রাখে।
জীবন! আমার সুখ পাওয়া যে
আর হলনা
দুখের জ্বলে দুচোখ লোনা
সুখ পাওয়া যে আর হলনা
জীবন নদীর বাকে ।
জীবন! তুমি আগুন জ্বালো
কষ্ট আমার বুকে
জীবন !আগুন হয়ে দাও শুকিয়ে
কষ্ট অস্রু চোখে ।
কষ্ট ঝাঁঝে ভালোবাসার ছন্দ কষ্টের কবিতা
–অধ্যক্ষ ডাঃ এম এ এইচ ফারুক
মনে আছে কষ্ট পিন্ড
কষ্টের একখান ঢিবি,
সে ঢিবির ভাগটা তুই
সমান সমান নিবি?
কষ্ট ফেরি করে বেড়াই
কষ্ট বেচি হাটে ,
দিন দিনান্তে পড়ে থাকি
কষ্ট ফলাই মাঠে। ভালোবাসার ছন্দ কষ্টের
কষ্টগুলো আষ্টে পৃষ্ঠে
জড়িয়ে থাকে বেশ,
বিরামহীন কষ্ট ফলছে
নেইকো ফলার শেষ।
কষ্টগুলো রাখবো কোথায়?
ফেরি করে বেচি, ভালোবাসার ছন্দ কষ্টের
অহর্নিশ যাচ্ছি আমি
কষ্ট নদী সেচি।
অষ্ট বেলায় কষ্ট প্রহর
থাকছে অবিরত,
কষ্ট হাটে দেখবে তুমি
কষ্ট ধরণ কত ? ভালোবাসার ছন্দ কষ্টের
রঙ বেরঙের কষ্ট পাবে
কষ্ট ঝাঁপির মাঝে ,
কষ্ট ফলে কষ্ট বাড়ে
থাকছি কষ্ট ঝাঁঝে ।#
কষ্টের কবিতা
দুঃখ-কষ্ট ( ভালোবাসার ছন্দ কষ্টের)
-ফাতেমা জাহান লুবনা
এমন জীবন কি দেখেছ যেথায় দুঃখ কষ্ট নাই?
এমন দু’নয়ন আছে কি যা কভু কান্দে নাই?
কেউ বা কান্দে অগোচরে কেউ বা প্রকাশ্যে,
কেউ বা চোখের জল লুকিয়ে হাসে,
কারো কারো চোখের জল যায় ফুরিয়ে,
শূন্যতা বিরাজ করে তবু হৃদয় জুড়ে।
কারো কষ্ট রোগাক্রান্ত দেহের যাতনা,
কারো কষ্ট অফুরন্ত মনের বেদনা।
কারো দুঃখ পায় না সে দু’বেলা দু’মুঠো ভাত,
কারো দুঃখ হয় না সে ক্ষমতাধর সম্রাট।
কারো মাথায় থাকে ঋণের বোঝা,
কেউ বা পায় পাপের সাজা,
কারো কারো থাকে মনের মানুষের অভাব,
হৃদয়ের শূণ্যতার কাছে হার মানে বিত্ত বৈভব।
কেউ স্বজন হারা ব্যাথায় থাকে যে অধীর,
কারো স্বজন না থাকায় হৃদয় থাকে চৌচির।
পার্থিব জীবন যেন কাগজেরই ফুল,
তবু ঘ্রাণ লাভে মোরা হই যে আকুল।
ভাবি মোরা সদা নিজেকে দুঃখী,
পরের দুঃখ হতে মুখ লুকিয়ে রাখি।
এমনি করে কেটে যায় দিন দিয়ে ফাঁকি,
পূণ্যের খাতার পাতা রেখে দেই বাকী।
পরকালে পূর্ণ করো তব হৃদয়ের কামনা,
ইহকালে ছড়িয়ে দাও হৃদয়ে হৃদয়ে জোছনা।
নিজের দুঃখ কষ্টের কথা আর তুমি ভেবো না,
অন্যের দুঃখ হতে মুখ লুকিয়ে রেখ না,
এক স্রষ্টাতে বিশ্বাস রেখে কর অন্যের কল্যাণ,
পরপারে পাবে অনন্ত সুখের জীবন।
এ পৃথিবী কেবল কর্মের তরে হয়েছে সৃজন,
কর্মফল পাবে আসলে পরকালের ক্ষণ।
পরকালই দুঃখ বা সুখের প্রকৃত রূপায়ন।
নিয়ে যাও পুঁজি তুমি দু’হাত ভরে,
ভুলো না মিছে দুঃখ-কষ্টের আবেশে পড়ে।