এভারেস্টে কেন যেতে হবে?
এই প্রশ্নটা টাইমলাইনে ঘুরছে ।
আমার কিছু প্রশ্ন-
১. আচ্ছা চাঁদে মানুষের কেন যেতে হবে?
উত্তর: রোবট দিয়েও এই কাজ চালানো সম্ভব। কিন্তু চাঁদে তো মানুষই যাওয়ার চেষ্টা করে।
২. ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে আমাদের দেশের কী লাভ?
উত্তর: ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় দেশকে ক্রিকেটের একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করে।
৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়ে আমরা অর্থনৈতিকভাবে কী লাভবান হলাম?
উত্তর: বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণে মোট ২৭৬৫ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ১৫ বছর আয়ুষ্কালে আনুমানিক খরচ ৩৪২০ কোটি টাকা। মোট ৬১৮৫ কোটি টাকা। প্রতি বছর ৩০০ কোটি টাকারও বেশি আয় করছে। স্যাটেলাইটের আয়ু ১৫ বছর হবে যদি স্যাটেলাইটের আয়ুষ্কাল ধরে একই হারে আয় হবে ৪৫০০ কোটি টাকা আনুমানিক। তাহলে কি আমরা বলব যে এটা অর্থনিতকভাবে লস প্রজেক্ট? এই অর্জন কি টাকা দিয়ে হিসাব করা যাবে? কেননা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় নাম লিখিয়েছে। এটা কি টাকা দিয়ে বিচার করা যাবে?
৪. অলিম্পিকের গোল্ড মেডেলের দাম কত?
উত্তর: অলিম্পিকের স্বর্ণপদক আসলে সোনা দিয়ে তৈরি নয়। এটি রুপার তৈরি, যার উপরে মাত্র ৬ গ্রাম স্বর্ণের প্লেটিং করা থাকে। মেডেলের মোট ওজন ৬০০ গ্রাম। ৬ গ্রাম স্বর্ণের জন্য এতো লড়াই কেন? আসলে এটি একটি দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি ও সম্মান বয়ে আনে। এটা স্বর্ণের ওজন বা টাকা দিয়ে বিচার করা হয় না।
৫. একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন না হলে আমরা মুক্তিযোদ্ধাদের বলতাম রাজাকার। তখন অনেকেই বলতেন জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করার কী দরকার ছিলো?
উত্তর: কারণ এটা দেশের প্রতি ভালাবাসা ও দায়। মা ও মাটির প্রতি টান। বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ। সুতরাং তখন যদি দেশের সাহসী সন্তানরা যুদ্ধে না যেতেন, তাহলে কি আমরা স্বাধীন হতে পারতাম?
এবার আসা যাক পর্বতজয় প্রসঙ্গে।
আমরা যারা পাহাড়ে উঠি এর সঠিক কারণ বলতে পারব না। হয়তো এটা ভালোবাসা, পাহাড়ের প্রতি টান থেকেই। আর এই ভালোবাসার চরম স্বীকৃতি বা অর্জন এভারেস্টে।
হাবিব
অল্টিটিউড হান্টার