একুশের কবিতা
মোশাররফ হোসেন খান
অনেকবার ভেবেছি, আর নয় ।
এবার ঠিকই চলে যাব সুদূর কোথাও ।
যতবারই ভেবেছি আর গুছিয়ে নিয়েছি
হৃদয়ের যত তৈজস, পুরনো স্বপ্নদানি
ততবারই কী এক মাতৃঋণে
ফেরাতে হয়েছে মুখ, উঠোনের দিকে।
কাকে ফেলে যাব, কাকে নিয়ে যাব?
কোন্ গোপন সিন্দুকে রেখে যাব মমতার ভাষা?
চালের ফোকর দিয়ে উঁকি মারে আমারই সূর্য।
চড়ুই-এর মুখেও ভাসে প্রেমের সঙ্গীত
ধানের শরীর ছুঁয়ে নেচে নেচে খেলা করে হাওয়ার মেয়ে ।
আর একুশের সেই তুমি—
অবাক বৃষ্টিতে ভিজে ভিজে হয়ে গেছ মোহনীয় নদী ।
কোথাও যাব না আর তোমাকে একাকী ফেলে ।
যাব না কোথাও আর
যতদিন দেহে আছে প্ৰাণ
পাখির ভাষায় গেয়ে যাব ততদিন
একুশের স্রোতস্বিনী সেই মোহিনী নদীর গান ।
আরও পড়ুন–মা কবিতা । কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত মায়ের কবিতা
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত
-আল মাহমুদ
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
এ লাশ আমরা রাখবো কোথায়
আরও পড়ুন-–কাশ্মীর ও গুজরাট রক্তাক্ত ইতিহাস নিয়ে বাংলা কবিতা
আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আব্দুল গাফফার চৌধুরী।
আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী।।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
একুশের কবিতা আল মাহমুদ, শিশুদের একুশের কবিতা