You are currently viewing একুশের ২১টি কবিতা। এ লাশ আমরা রাখবো কোথায়। একুশের  কবিতা
এ লাশ আমরা রাখবো কোথায়

একুশের ২১টি কবিতা। এ লাশ আমরা রাখবো কোথায়। একুশের  কবিতা

একুশের ২১টি কবিতা । কবিতা নং ০২ , প্রথমটি – ফেব্রয়ারির ২১ তারিখ দুপুর বেলার অক্ত

একুশের  কবিতা । এ লাশ আমরা রাখবো কোথায়

শামসুর রাহমান

এ লাশ আমরা রাখবো কোথায় ?
তেমন যোগ্য সমাধি কই ?
মৃত্তিকা বলো, পর্বত বলো
অথবা সুনীল-সাগর-জল-
সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই !
তাইতো রাখি না এ লাশ আজ
মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,
হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।

শিশুদের একুশের কবিতা ও শামসুর রহমান

বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান। তিনি  বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। কবি শামসুর রাহমান পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজ-এ সহসম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক ছিলেন।

তিনি শিশুদের জন্য বেশ কয়েকটি বই লিখেছেন–

এলাটিং বেলাটিং (১৯৭৪)

ধান ভানলে কুঁরো দেব (১৯৭৭)

গোলাপ ফোটে খুকীর হাতে (১৯৭৭)

স্মৃতির শহর (১৯৭৯)

রংধনুর সাঁকো (১৯৯৪)

লাল ফুলকির ছড়া (১৯৯৫)

নয়নার জন্য (১৯৯৭)

আমের কুঁড়ি জামের কুঁড়ি (২০০৪)

নয়নার জন্য গোলাপ (২০০৫)

প্রথম কবিতাটি দেখুন-

একুশের কবিতা আল মাহমুদ