You are currently viewing কবি আজিজ হাকিম এর একটি বিখ্যাত কবিতা ‘’নাসেখ মানসুখ’’
কবি আজিজ হাকিম এর একটি বিখ্যাত কবিতা ‘’নাসেখ মানসূখ’’

কবি আজিজ হাকিম এর একটি বিখ্যাত কবিতা ‘’নাসেখ মানসুখ’’

নাসেখ মানসুখ
আজিজ হাকিম বিখ্যাত কবিতা

ভালোবাসার কবিতা বিখ্যাত কবিতা

ভালোবাসার সীমা নির্ধারণে তুমি কসর আদায় করা মানুষ

এটা ভাবিনি তুমি আমাকেই কসর করে ফেলবে

আমার অবস্থান তোমার থেকে ৪৮ মাইল

অথবা তারও বেশি

কসরে কসরে আমি এখন আধখানা।

দুর্বল সনদেও তোমার হৃদয়ে আমার নাম লেখোনি

অথচ সহিহ হাদিসের মত তোমার সব কথা বিশ্বাস করে যাই

তোমার নামের শুরুতে জাল হাদিসের তকমা দেওয়ার সাহস আমার নেই

তবে এতটুকু বলতে পারি

তোমার আধিপত্য সারা হৃদয় নগরে ছিল

এ যেন জাল হাদিসের ভারে নতজানু হয়ে যাওয়া সিহাহ সিত্তাহ।

তুমি এক মাজহাবে আবদ্ধ থাকতে চাও না; তা জানি

তোমাকে জানার অনেক ইচ্ছেই আমার ছিল

না; এখন অবশ্য আগ্রহের ঋতু গড়িয়েছে

যেন এই ঋতুতে নামাজ রোজার মত আমার স্বপ্ন দেখাও বাতিল।

উসুলুস শাশীর পাতা উলটে দিয়ে তুমি এ মাজহাব ও মাজহাব ঘাটো

ঘেটে ঘেটে দেখো কোন পথে কত সহজে

কনস্ট্যান্টিনোপলের দুর্গে পতাকা উড়ানোর মত

নিজের যশ খ্যাতির ব্যাপ্তি বাড়ানো যায়;

এক প্রেমের স্বাদে তৃপ্ত নও তুমি।

তুমি তাবুক বোঝো; বদর বুঝতে চাও না

তুমি পারস্য ইয়ামেন মদিনা বোঝো

কিন্তু মক্কা না বোঝার ভান করার মত আমাকে অবুঝের মানুষ বানাও।

নিত্য তুমি সাফা মারওয়া সায়ী করো

অথচ আমার কাছে আসতে ছঙ্গেছার হয়ে যাও।

তুমি আমাকে ভালোবাসা-বিশ্বাসে মানতেক বালাগাত শেখাতে আসো!

অথচ নাসেখ মানসূখ শেষ করে এসেছি অনেক আগে।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা , রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার লাইন
জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা , বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা
আরও পড়তে পারেন—

Leave a Reply