(ছোটগল্প)
ঈদ শপিং
আর কয়েকদিন পরেই প্রতীক্ষিত আনন্দ ও উৎসবের দিন ঈদুল ফিতর।প্রতিবছরের ন্যায় মিতু ও রিতা সব কেনাকাটা সম্পন্ন করে ফেলছে।খুশিতে আত্মহারা দু’জনই।প্লান করে ফেলছে ঈদ সালামি কার কাছ থেকে কতো নিবে।মিতু হলো বড়ো বোন।আর রিতা সবার আদরের ছোটবোন।এখনো মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে।বড়ো আপু মিতু তাঁর খুব প্রিয়। কারণ মিতু কোথায় গেলে সাথে রিতাকে নিয়ে যায়।রিতার রয়েছে এক প্রিয় বান্ধবী। নাম তার সেতু।রিতার বাড়ির একটু দূরেই সেতুদের বাড়ি।প্রতিদিন স্কুলে যায় একইসাথে।সেতুর আব্বু একজন দিনমজুর।আর এদিকে রিতার আব্বু একজন মেরিন ইঞ্জিনিয়ার।
বড়ো আপু মিতু একদিন রিতুকে বললো,
-আচ্ছা রিতু আমাদেরতো আল্লাহ কিছুর অভাব দেয়নি। এবারে তোমার প্রিয় বান্ধবী সেতুকে একটা কামিছ গিফট করলে কেমন হয়?
-আপু অবশ্যই ভালো হবে। সেতুর আব্বু অনেক কষ্ট করে তাদের চালায়।
-তাহলে চলো আব্বুকে বলি।
-আব্বু আমার এক বান্ধবী আছে।লেখাপড়ায় সে অনেক ভালো।কিছু না পারলে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়।সেতুর আব্বু একজন দিনমজুর।এখনো তাঁর মেয়ের জন্য ঈদের কাপড় কিনে দিতে পারেনি।
-তুমি চিন্তা করো না মা।আমি তাঁর জন্য আজই থ্রি পিছ নিয়ে আসবো।
-আব্বু সত্যি তুমি আমার প্রাণের প্রিয়।
আরও পড়ুন– নীল পাঞ্জাবী – ’ঈদ গল্প’ -মাহবুব এ রহমান
মার্কেটে গেলো রিতুর আব্বু।সুন্দর একটা থ্রি পিছ নিয়ে আসলো,যা ঠিক রিতুর মতো।
-মা নাও থ্রি পিছ।কেমন হয়েছে দেখোতো মা?
-আব্বু, অনেক সুন্দর হয়েছে। এটাতো ঠিক আমার মতোই।
-হ্যাঁ মা, তুমি যা পড়বে সেতু তাই পড়ব।এটাই ইসলামের নিয়ম।আমির-ফকির কোনো ভেদাভেদ নেই ইসলামে।
-সত্যি বলছো আব্বু। সেতু তো আমার মতোই মেয়ে।আমি দামি পড়বো আর সে কম দামি পড়বে তা কখনো হতে পারেনা।
রিতুর কথা শুনে আব্বুর মন ভরে গেলো।আজই সেতুর কাছে পোঁছিয়ে দাও থ্রি পিছ,বললো রিতুর আব্বু।
-ওকে আব্বু।আজই বড়ো আপুকে নিয়ে সেতুর বাসায় যাবো।
-আমার সালাম জানাবে সেতুর আব্বু-আম্মুকে।
-ঠিক আছে আব্বু।
আর মাত্র দু’দিন বাকি ঈদ।সেতুর বাসায় আসলো রিতু আর তাঁর বড়ো আপু।
-আসসালামু আলাইকুম। কেমন আছো সেতু?
-আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো রিতা?
-আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি।
-এই নাও তোমার কাপড়।
রিতু খুব খুশি হলো।কাপড় নিয়ে আসছো কেনো রিতা?
আমার আব্বু এটা তোমাকে গিফট করেছে।
-আব্বু আমাকে কিনে দিবে বলছে তো।
-কিচ্ছুই হবে না সেতু। আব্বুকে বলবে তোমার জন্য আর কিচ্ছুই না কিনতে।ঈদের দাওয়াত রইলো। অবশ্যই আসবে কিন্তু।
-ওকে ইনশাআল্লাহ।
-ঈদ মোবারক।
ঈদ মোবারক।
রিতা বড়ো আপুকে সাথে নিয়ে ফিরে আসলো বাড়িতে।
২৭/০৬/২০১৬ ঈদ শপিং ঈদ শপিং ঈদ শপিং ঈদ শপিং