You are currently viewing ঈদ উপহার -ঈদ এলেই মনটা খারাপ হয়ে যায়-মনোয়ার হোসেন
ঈদ উপহার -

ঈদ উপহার -ঈদ এলেই মনটা খারাপ হয়ে যায়-মনোয়ার হোসেন

ঈদ উপহার [ অনুগল্প ]

মোনোয়ার হোসেন

……………………………

মনটা খারাপ হয়ে যায় । ঈদ এলেই মনটা খারাপ হয়ে যায় ।

স্বামীর কাঁধে মাথা রাখে সোনালী । তুমি অযথা কেন মন খারাপ করছ , ঘুমোও ।

ঘুম আসেনা দিগন্তর । অংকে তুখোড় , থমকে যায় জীবনের অংক মিলাতে গিয়ে । বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের ঈদ বাজেট করতে গিয়ে স্ত্রীর বাজেট শূণ্য হয়ে যায় ।

স্বামীর চুলে আঙ্গুল চালায় সোনালী । স্মিত হাসে । তুমি অযথা কেন এমন করে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? আমি তো বলেছি এ ঈদে কিছু লাগবেনা অামার ,পূর্বেরগুলো দিয়ে হয়ে যাবে । আগামী ঈদে দিও আমায় ।

সেই আগামী ঈদ আর আসেনা সোনালী-দিগন্তের জীবনে । বিয়ে হওয়ার পনের বছর হলো সেই থেকে এই কথা বলে আসছে সোনালী ।

ঈদের রাতে ………………

আরও পড়তে পারেন–ঈদ নিয়ে ৫৫ জন তরুণ কবির ৬৯টি ছড়া/ কবিতা

আজ সকালে তোমার পাঞ্জাবী ওয়াস করতে গিয়ে দেখলাম পাঞ্জাবীটা অনেক ফুটো হয়ে গেছে , জুতোর ফিতেও ছিঁড়ে গেছে তাই শহরে গিয়ে তোমার জন্য নতুন পাঞ্জাবী আর জুতো কিনে নিয়ে এলাম ।

অবাক হয়ে স্ত্রীর মুখের দিকে তাকাল দিগন্ত । টাকা পেলে কোথায় ?

এবার ঈদে বাবাকে একটা পাঞ্জাবী দিব বলে একবছর থেকে মুঠির চাল রেখেছিলাম ।

এটা তোমার জন্য , বলে স্ত্রীর দিকে একটা শপিং প্যাকেট এগিয়ে ধরে দিগন্ত ।

স্ত্রী অবাক হয়ে, তুমি এত টাকা পেলে কোথায় ?

একবার গণিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে স্বর্ণের মেডেল পেয়েছিলাম সেটা বিক্রি করে দিয়েছি ।

ঈদেরদিন সকালে…..

মা থমথম মুখে বিড়বিড় করে, বউয়ে জন্য দামী শাড়ী কেনার টাকা ঠিকই হয়,কিন্তু মাকে পাঁচ’শ টাকা দামের শাড়ী কিনে দিয়েই ভাণ্ডার শূর্ণ হয়ে যায় ।

দীর্ঘশ্বাস ছেড়ে সোনালী বলল, উঠো , যাও গোসল করে নাও ।

দিগন্ত বলল, অার একটু শুয়ে থাকতে দাও ………।

আরও পড়তে পারেন==চলচ্চিত্রে মরুর দুলাল-আজিজ হাকিম

Leave a Reply