“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। ১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়। প্রকাশকাল : ফেব্রুয়ারি ১৯৩২ খ্রিস্টাব্দ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
ঈদের সবচেয়ে জনপ্রিয় গান। যে গান ছড়া ঈদকে অপূর্ণ মনে হয় । কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ ।।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ ।।
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে ।।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে ।।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
ঈদের সবচেয়ে জনপ্রিয় গান। যে গান ছড়া ঈদকে অপূর্ণ মনে হয়
(যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।)
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের ।।
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।।
(তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।)
কোরবানির ঈদের গান
ঈদের গান অডিও
ঈদের গান। রহমত বরকত নাজাত শেষে
গায়িকা: নুসরাতজেরিন, হুমায়রা আফরিন ইরা, তালহা বিন মনির (আদর), শুমা ও ঐশী
গীতিকারঃ নুমান আব্দুর রহিম
সুরঃ এস এম মঈনুল ইসলাম
সাউন্ড ডিজাইন ও ভিডিও ডিরেকশনঃ তানভীর খান
প্রযোজক: মনিরুজ্জামান মনির
রহমত বরকত নাজাত শেষে
বাঁকা চাঁদ আকাশেতে উঠলো হেসে
মনের কোণে তাই নাই কারো ঘুম
বাজেরে বাজে দেখো ঈদের ও ধুম ।
তাকাব্বালাল্লাহু…. মিন্না ওয়া মিনকুম
তাকাব্বালাল্লাহু…. মিন্না ওয়া মিনকুম ॥
: :
তারার মেলায় দেখো সুখের ভেলা
সোনালী চাঁদের সাথে করে খেলা
সিয়ামের বারাকায় দিয়ে শত চুম
আনন্দে কাটে হায় রাত নির্ঘুম ॥
: :
ঈদ….. ঈদ ,এলো ঈদ, ঈদ….. ঈদ ,এলো ঈদ,
সেই খুশিরো জোয়ারেতে ভাসে সকল হৃদ
নতুন পোশাকে সবে সেজেগুজে আজ
দলবেঁধে ঈদগাহে পড়বো নামাজ ॥
আরও পড়ুন- রোজার নিয়ত, রোজা ভঙ্গের কারন, সেহরী ও ইফতারের সময়সূচী
ঈদের গান। ঈদ মোবারক সবার তরেআসসালামু আলাইকুম
কথাঃ নুমান আব্দুর রহিম
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা, নুসরাত জেরিন
সহশিল্পীঃ মালিহা, রাইসা, হুজাইফা, রিফা, মারিয়া ও ফাতিমা
রেকর্ড: স্টুডিও ভোকাল
প্রযোজকঃ আব্দুল আউয়াল
পরিচালকঃ রাকিব ফরাজী
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম ॥
ঈদ মোবারক সবার তরে
আসসালামু আলাইকুম
যাক না হৃদয় সবার ভরে
আসসালামু আলাইকুম
সুখে সুখেই কাটুক দিবস
আসসালামু আলাইকুম ॥
চাঁদের গায়ে রং লেগেছে
নেইতো কারো চোখে ঘুম
আনন্দে তাই সবার হৃদয়
নাচছে যে তাক ধুমা ধুম
ঈদের খুশি তাইতো মনে
বাজঁছে রে রুম ঝুমা ঝুম ॥
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মানেতো গরীব দুখির
দুখে শামিল হবার নাম
ঈদ মানেতো বছর জুড়ে
করে যাওয়া সুখ আঞ্জাম
ঈদ মানেতো ভালোবাসার
গোলাপ রাঙা ফুলের চুম ॥
সালমান খানের ঈদের গান
ঈদের গান। ঈদের চাঁদের রোশনী ঝরে আজ পৃথিবীর পায়ে
কথাঃ আবদুল্লাহ আল মাসুম
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
সহশিল্পীঃ রাইসা, জুলফা, মারিয়া,
রায়তা, রোহা, আনিফা, সাবিহা,
নুহা, জাফিরা, মাওয়া ও তাহিয়া
ঈদ মোবারক……..
ঈদ মোবারক……..
ঈদের চাঁদের রোশনী ঝরে
আজ পৃথিবীর পায়ে
সুুখে দুখে সবে মিশে
প্রেম অনুরাগ ছায়ে
আয় পৃথিবী ভাগ করে নেই
খুশি কলরোল
ঈদ মোবারক ঈদ মোবারক
আনন্দ উৎফুল ।।
পাখির কুজন মিষ্টি ভোজন
ভোরের নরম হাওয়া
ঘরে ঘরে ধুম পড়ে যায়
এইতো ঈদের পাওয়া
এ ঘর ও ঘর গোলাপ টগর
ফোটে সবুজ গাঁয়ে
শোন পৃথিবী দে ছিটিয়ে
সুবাসিত ফুল ।।
মুখে সালাম খুশির কালাম
যায় সবে ঈদগাহে
বুকে বুকে শিরিন সোহাগ
এই প্রীতি ঈদ রাহে
এ চোখ ও চোখ সুরমা মাখুক
পাঁপড়ি পাতার নায়ে
শোন পৃথিবী দে ছড়িয়ে
মধুমাখা বোল ।।
ঈদের গান। ঈদের দিনেও যার হয়না তো ঈদ
গীতিকারঃ হোসেন নূর
সুরঃ মাহমুদ ফয়সাল
গায়ক:
গাজী আনাস রওশন
মনিরুল ইসলাম লাবিব
ফাহিম মুহাম্মদ
শুয়াইব মেভলান
আবদুল্লাহ আল রাফি
মুস্তাকিম বিল্লাহ
ত্যাগের খুশি
““““““““““““““““
ঈদের দিনেও যার হয়না তো ঈদ
ফোটে না মলিন মুখে হাসির ঝলক
ক্ষুধার জ্বালায় যার ক্লান্ত নয়ন
নিরবে ঝরায় বারি পড়ে না পলক
আয়েশে জীবন তব কেটে যায় রোজ
রেখেছ কখনো তুমি সেই তার খোঁজ
সারাটি বছর যার কাটে উপবাসে
পায় না দু’মুটো খেতে রোজ তিনবেলা
পায় না অসুখে সেবা শুধু কেঁদে মরে
সারাটি জনম শুধু পায় অবহেলা
পথের কিনারে কাটে নির্ঘুম রাত
ক্ষুধার আগুন নিভে কুড়িয়ে কাগজ
তুমিও মানুষ আর সেও তো মানুষ
একই রক্ত দেহে আছে প্রবাহিত
তোমার সুখের কভু নেই যে হীনতা
স্বপ্ন আজও তার যেন সমাহিত
নিজের জন্য তুমি যেটা ভালবাসো
পারো না কি তার থেকে কিছু তাকে দিতে
পারো না কি সুখে দুখে সবে মিলেমিশে
বিষাদ-প্রমোদ সব ভাগ করে নিতে
তবেই তো হবে ঠিক এ ধরায় ঈদ
সুখের জোয়ারে ভেসে জান্নাতি ভোজ
ঈদের গান। ঈদ মানে তো নয়রে কেবল আনন্দ উৎসব
গান: ঈদ মানে
কথা: আসাদ বিন হাফিজ
সুর: মোঃ আরিফ হোসেন
অডিও লেভেল : স্টুডিও অ্যালাইভ(Studio Alive)
সিনেমাটোগ্রাফার: মেহেদী হাসান
অডিও এন্ড ভিডিও নির্দেশনা: শহীদুল্লাহ্ হাদী
পরিচালনা: সাঈদ মাহফুজ
****লিরিক্স***
ঈদ মানে তো নয়রে কেবল আনন্দ উৎসব
ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরব
ঈদ মানে তো সেই সে খুশির দিন
ত্যাগের মহান পথ ধরে যা পেলো রে মুমিন ||
ঈদ মানে তো নয় রে কেবল নতুন জামা জুতো
ঈদ মানে তো নয় রে কেবল ঘুড়ি লাটাই সুতো
সিয়াম থেকে লুটলো যে জন খোদার মহা দান
ঈদ মানে তো তাদের তরে খুশি অফুরান ||
ঈদের খুশি নয়রে জানিস মোটেও তাদের তরে
নাফরমানির পথে পথে যে জন সদা লড়ে
ইবরাহীমের মতোই যারা সব করে কুরবান
ঈদের খুশি তাদের তরে জীবন জাগার গান
ঈদ মানে তো সুখের নদী বইবে জীবন ভর
ঈদ মানে তো পৃথিবীতে রইবে না কেউ পর
তারাই কেবল শুনতে পাবে ঈদের খুশির গীত
মুমিন যারা তাদের তরেই আসে খুশির ঈদ ||
ঈদের গজল
ঈদের গান। রোজার শেষে ঈদ এসেছে খুশির জোয়ার অন্তরে
গান: খুশির জোয়ার | Khushir Jowar
শিল্পী: জাইমা, তাসনিয়া, রাফা, সাইফা, মাহা ও নাবিহা
কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান
সাউন্ড ডিজাইন: জুলকার নাইন
এডিট এন্ড কালার: শামছুল আলম বকুল
পরিচালনা: শেখ নজরুল
প্রধান নির্বাহী: মাহবুব মুকুল
** Lyric **
রোজার শেষে ঈদ এসেছে
খুশির জোয়ার অন্তরে
আকাশ হতে রহম ঝরে
আবার সবার ঘরে ঘরে ।
মহামিলনের দিন এসেছে
দল বেধে চল ঈদগাহে
দে বিলিয়ে অসহায়ে
যত পারিস তার রাহে
ফুটবে হাসি মুখে মুখে
দেখে নিস তা নয়ন ভরে ।
আজ মিলনের শুভ ক্ষনে
দূর করে সব অন্ধকার
ভাইয়ে ভাইয়ে আলিঙ্গনে
হবো আমরা একাকার
দিকে দিকে হানাহানি
কান্না শুনি বাতাসে
মাজলুমানের আহাজারি
নেই বুঝি কেউ তার পাশে
আমনিশার রাত পোহাবে
হাসবে ধরা নতুন ভরে
ঈদের গান। ধরায় যখন মহামারী সবাই পেরেশান
ব্যথার মাঝে ঈদ
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
******* লিরিক্স *******
ধরায় যখন মহামারী
সবাই পেরেশান
এরই মাঝে ঈদ এনেছে
কুরবানির ফরমান।
ঈদ মোবারক ঈদ মোবারক
দিলেন মেহেরবান
ঘরে ঘরে আহাজারি দেখার বুঝি কেহ নাই
মুখ ফিরিয়ে সবাই গেলেও তোমার ছায়ায় পাবো ঠাই।
অসহায় এর কান্না যানি শোনেন রহমান
হাজার ব্যথার মাঝে এলো ঈদের নেয়ামাত
মহামারি নাও তুলে নাও দাও প্রভু নাযাত
তার খুশিতে কুরবানি দাও শোন প্রভুর আওবান
গরীব দুঃখীর হিস্সা দিও চাইলে রিযিক অফুরান
ঈদের খুশি ভাগ করে নাও যতো মুসলমান
————————————-
ঈদের গান। চাঁদের হাসিতে আকাশ রেঙেছে
গান – ঈদ এলো
গীতিকারঃ সোহেল রানা আশিক
শিল্পী- এইচ আহমেদ ও মাহমুদ ফয়সাল
সুর
ভিডিও পরিচালক- ইসমাইল আফিফ
রেকর্ডকৃত – কোয়ান্টাম স্টুডিও (বাংলাদেশ)
ওয়েভ ডিজিটাল স্টুডিও (কাতার)
রেকর্ডিস্ট- তানভীর খান
ক্যামেরা – রাথেশ জোসেফ
চাঁদের হাসিতে আকাশ রেঙেছে
হৃদয়ে খুশির নীল বাঁধ ভেঙেছে
আজি সব মিনার হতে
ঈদের সুরে ইলান হেঁকেছে
ঈদ এলো ঈদের খুশিতে
উল্ল্যাশে ভরে গেছে মনের উঠোন
তাইতো ঘরে ঘরে খুশির তুফান
,,,
চাঁদের মতো সবার মুখে হাসি
হৃদয় জুড়ে সুখ তারকা রাশি
ঈদ এলো খুশির ঝলকে
ঈদ এলো চাঁদের শলকে
উল্ল্যাসে মাতোয়ারা মুমিন মুসলমান
,,,
হিংসা দুঃখ ভুলে সবাই সবার
ঈদ আনন্দে মুখর চারিধার
ঈদ এলো সুখের পরতে
ঈদ এলো চাঁদের শলকে
উল্যাশে মাতোয়ারা মুমিন মুসলমান
আরও দেখতে পারেন বাছাইকৃত রোজার গান
ঈদের গান। ঈদ মানে আলো আলো ভালো লাগা দিন
* গান : ঈদ মানে আলো আলো
* শিল্পী : জাইমা নূর, নাবিহা, সাইফা, রাফা ও অন্যান্য
* গীতিকার : আবু তাহের বেলাল
* সুরকার : সাইফুল্লাহ মানছুর
* সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন
* সম্পাদনাঃ শামসুল আলম বকুল
* অডিও নির্দেশনাঃ আব্দুল্লাহ আল নোমান
* রেকর্ডঃ ইনোভেশন স্টুডিও
* গ্রাফিক্সঃ আদনান
* পরিচালনাঃ শেখ নজরুল
* সার্বিক তত্ত্বাবধানেঃ মাহবুব মুকুল
* লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার
শিশুদের ঈদ
আবু তাহের বেলাল
ঈদ মানে আলো আলো
ভালো লাগা দিন,
কালো কালো ধুলো মোছা
আলো অমলিন।।
•
ফুলে ফুলে দুলে দুলে প্রজাপতি চুম
ভোরভোর কোলাহলে আধোভাঙা ঘুম,
জানালায় এলেবেলে পায়েসের ঘ্রাণ-
গমগমে বাড়িঘর
বেদনাবিহীন।।
•
খোকাখুকু নাচানাচি গোসলের ধূম
গায়েগায়ে মেখে নেয়া আতরের কুম,
জ্বলজ্বলে চোখে লাগা পুলকের ঢেউ
বড়োদের ভালোবাসা
বাজে রিনঝিন।।
•
কোলাকুলি হাসিরোল বাজে ঝুমঝুম
ক্যামেরায় ধরে রাখা সালামীর জুম,
বিকেলের ঘোরাঘুরি জমকালো বেশ-
ছোটদের চোখে ঈদ
কতো যে রঙিন।।
ঈদের গান। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে
কথা ও সুর – তোফাজ্জল হোসাইন
পরিবেশনায়- মশিউর রহমান ও টুনটুনিদের আসর
প্রথম গায়ক- সাইফুল্ল্যাহ মানছুর
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে
দুলছে খুশির নদী প্লাবনে
ঘরে ঘরে জনে জনে
আজ মুখর হবো মোরা গানে গানে
ঈদ মোবারক,ঈদ মোবারক,আজ
হাঁসি খুশি রাশি রাশি
আজ দুঃখ নিয়েছে বিদায়
সব ব্যাথা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাই
জাগলো সাড়া যেন ঘুমের পাড়া
জান্নাতি কলতানে
ওগো প্রভু শোন তুমি
তুলেছি কচি হাত
ক্ষমা করো ভুল যতো
কবুল করো মোনাজাত
নিত্য দিনেই দিয়ো ঈদের খুশি
ব্যাথার মরুবিয়া বানে।
ঈদের গান। নতুন চাঁদের নরম ঠোঁটে ঈদের হাসি সৃষ্টি হয়
গায়ক:
গাজী আকসা বিনতে আনাস
গাজী শাবাব বিন আনাস
গীতিকারঃ বিলাল হোসেন নূরী
সুরঃ মাহমুদ ফয়সাল
Lyrics:
নতুন চাঁদের নরম ঠোঁটে
ঈদের হাসি সৃষ্টি হয়
আকাশ থেকে ঝুমুর ঝুমুর ভালোবাসার বৃষ্টি হয়
এমন হাসি সবার মুখে চাই
ঈদ মোবারক বোন
ঈদ মোবারক ভাই
হিংসা এবং বিভেদ ভুলে
জীবন সাজে খুশির ফুলে
সবার ঘরে যখন সবার
মায়া ভরা দৃষ্টি রয়
এমন হাসি সবার মুখে চাই
ঈদ মোবারক বোন
ঈদ মোবারক ভাই
ঈদের দিনে সকল কিছুই
নতুন নতুন লাগে
কিচিরমিচির পাখির গানে জান্নাতি সুর জাগে
ঈদের কথা রাখলে মনে
রহম ঝরে বুকের কোণে
ঈদের পরেও প্রতিটি দিন
ঈদের মতো মিষ্টি রয়
এমন হাসি সবার মুখে চাই
ঈদ মোবারক বোন
ঈদ মোবারক ভাই
নতুন চাঁদের নরম ঠোঁটে
ঈদের হাসি সৃষ্টি হয়
আকাশ থেকে ঝুমুর ঝুমুর ভালোবাসার বৃষ্টি হয়
এমন হাসি সবার মুখে চাই
ঈদ মোবারক বোন
ঈদ মোবারক ভাই
ঈদের গান। আকাশ হতে খবর এলো হৃদের
কথা- সোলায়মান আল মাহমুদ
সুর- মশিউর রহমান
পরিবেশনায়- টুনটুনিদের আঁসর
আকাশ হতে খবর এলো হৃদের
চাঁদের বুড়ি আনলো খুশি ঈদের
আজ দুনিয়ার ঘরে ঘরে
ধনী গরিব সবার তরে
খুশির জোয়ার দোল দিয়ে যায়
প্রাণে প্রাণে খুশবু ছড়ায়
হয় যে বিদায় মনের জমা জিদের
মুমিন আজি ভাসছে প্রেমে
খুশির মিলন একই প্রেমে
আজ ছড়ানো ভালোবাসায়
প্রাণে প্রাণে ধুম লেগে যায়
হয় অবসান আলসেমে ঐ নীদের