মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা ঈদুল ফিতর । এই দিন প্রতিটি মুসলমান আনন্দের সাথে কুরবানী দিয়ে থাকেন। দিনটিকে উৎসবমুখর করতে কবি সাহিত্যিকরা কবিতা গল্প গান রচনা করে থাকেন । শিল্পীদের গানে একটি সুন্দর ধর্মীয় আবেশ তৈরি হয়। আজ আপনাদের জন্য রয়েছে তেমনি ঈদুল আযহা ২০২২ এর লেখা কিছু ঈদের গান লিরিক্স। গানগুলো লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার কবি অধ্যাপক আবু তাহের বেলাল। আশাকরি গানগুলো আপনাদের ভালো লাগবে। কুরবানীর ঈদ ২০২২
কুরবানীর লিরিক (উন্মুক্ত)
. 01 ◆ কুরবানীর প্রার্থনা
. কথা:আবু তাহের বেলাল
. সুর: Golam Mowla
ইসমাঈলের মতো আমায়
কবুল করো রব,
তুমি আমায় ঋদ্ধ করো
তোমার প্রেমে বিদ্ধ করো,
সিদ্ধ করো আমার যতো
মনের অনুভব।।
আমি যেন তোমার পথে
হাসিমুখে মরতে পারি,
তোমার রঙে জীবন রেঙে
সকল কাজই করতে পারি।
তুমি আমায় মুগ্ধ করো
পাপের নদী রুদ্ধ করো
শুদ্ধ করো ছোটোবড়ো
ভুলের অণুসব।। কুরবানীর ঈদ ২০২২
তোমার মতের বিপরীতের
মত আমাদের কুরবানী হোক,
কুরবানী হোক বুকের পশু
গীবত ভরা হৃদয়লোক।…
মন্দ লোকের পক্ষ নিতে
আমি যেন নারাজ থাকি,
যে বিনিময় চাওগো দিতে
সবটা না হয় থাকুক বাকী।
তুমি আঁধার মুক্ত করো
আলোয় আলোয় যুক্ত করো,
শুকতো করো পাথর বাঁধা
ব্যথার কলোরব।।
মধ্যাহ্ন•২৫ মে-২২• নরসিংদী।
আরও পড়তে পারেন-–হজ্জ , হজ্জের ফরজ কয়টি , হজ্জের নিয়ম পর্ব-০১
কুরবানীর ঈদ ২০২২
. 02◆ ত্যাগ মহীমা
কথা: আবু তাহের বে
ত্যাগ মহীমার অমোঘ বিধান
আল্লাহ কারীম যেমনটি চান
তেমন করেই আদেশ মানো
কুরআনী,
খাস নিয়াতে কুরবানী দাও
কুরবানী।।
বুকের ভেতর মুখ লুকিয়ে
যে পশুটা বাস করে,
চোখ ধাঁধানো বেশ ধরে যে
নেকগুলোকে নাশ করে-
তার নিধনের হুকুম মানো
ফুরকানী।।
মনের যতো ইচ্ছে খেয়াল
অহমিকা বোধ,
পাষাণ পাষাণ আঁধার দেয়াল
অদমিত ক্রোধ-
সবকিছুকে দাও জ্বালিয়ে
কুরবানীর এই ঈদে
জান ও মালের করতে কুরবান
আর থেকো না নিদে।…
ভালোবাসা দাও ছড়িয়ে
প্রাণ থেকে পথ প্রান্তরে,
আল্লাহ প্রেমের হিরকদ্যূতি
নাও জড়িয়ে প্রাণ ভরে-
নয়তো তোমার অলিক হবে
সুরবাণী।।
বাদ ফজর•২২মে-২২
তিতাস রোড• নরসিংদী।
আরও পড়তে পারেন–হৃদয় ছোঁয়া গান। কবি আবু তাহের বেলাল এর হৃদয় ছোঁয়া তিনটি গান
পবিত্র ঈদুল আযহা গান
03 ◆ কুরবানীর গান
. আবু তাহের বেলাল
ইব্রাহিমের মতো বলো মনের আকাশ কার
ইসমাঈলের মতো ওরে বুকের সাহস কার,
আল্লাহ প্রেমে কে কে পারে
দিতে এমন চুপিসারে
মহান উপহার-
তারাই হবে বিশ্বসভার
নতুন রূপকার।।
লক্ষ্য যাদের গোশত খাওয়া
বড় লোকের তকমা পাওয়া,
তাদের দেয়া কুরবানীতে
নেই মালিকের ঝোঁক,
আরেক দিকে নেন ফিরিয়ে
তার যে দয়ার চোখ।
নাজাত পেতে আখিরাতে
একটি বারও নেই প্রয়োজন
এমন উপমার।।
লোক দেখানো কুরবানীতে
এক ফোটা নেই নেকী,
সিয়াম কিয়াম যা করো ভাই
সবটা তোমার মেকী।…
আল্লাহ নামের তাসবিহ জপে
নূর জ্বেলে ঐ মনের খোপে,
হেরার পথে জান ও মালের
কুরবানী দাও আজ,
খেলাফাতের ভার বহনই
ঈমানদারীর কাজ।
কুরবানীতেই মিলবে তবে
সুফল উপকার।।
আরও পড়তে পারেন–বাংলা বর্ণমালা ছড়া- (নার্সারি+কেজি ওয়ান)-কবি আবু তাহের বেলাল
ঈদুল আযহা ২০২৩
04◆ কুরবানী
. আবু তাহের বেলাল
মনের ভেতর রাখলে পুষে অহমিকার ঘুন,
হেসেহেসে করলে তুমি আলোর কণা খুন,
সারাদিনই গীবত ফাসাদ করলে তুমি ভাই
তোমার জন্যে নাই ওরে ঈদ
কুরবানীও নাই।
কুরবানী দাও মনের কালি
আল্লাহরই দোহাই।।
একবারোতো বুক কাঁপে না করতে পাপের কাজ,
লোভ লালসায় ভয়ভীতিহীন দেমাগ মাখা সাজ।
শিরিক কুফুর খাচ্ছে চেটে তোমার যতো নেক-
যাচ্ছে দলে আলেয়ারা
চোখের রোশনাই।।
ইব্রাহিমের কথা তোমার মনে পড়ে কী
ইসমাইলের ত্যাগমহীমা জীবন গড়ে কী,
থাকলে ভুলের অন্ধকারে
পথ দেখাবে কেমন করে
আলোর জোনাকি!..
মনেপ্রাণে ফোটাও বন্ধু গন্ধী যতোফুল,
আরশপাকের আলো মেখে ভাঙো আঁধার ভুল।
সঁপে দিলে নিজের জীবন নতুন কারবালায়-
কুরবানী ঠিক হবেই কবুল
নাইরে দ্বিধা নাই।।
মধ্যাহ্ন•৩১মে-২২• নরসিংদী।
ঈদুল আযহা ২০২২
. 05◆ স্মৃতিকথা
আবু তাহের বেলাল
ইসমাঈলের স্মৃতি কী আজ
আছে কারো জানা,
নিজের গলে তুলতে ছুরি
যে করেনি লুকোচুরি,
বাবাজীকে যে করেনি
একটি বারও মানা!
তার মতো চাই সাহসী প্রাণ
মানতে হুকুম কুরআনী,
ইব্রাহীমের জযবা নিয়ে-
কুরবানী দাও কুরবানী।।
মন থেকে আজ কুরবানী দাও
মোনাফেকী কাজ,
কেউ পরো না লোক দেখাতে
মুত্তাকীনের সাজ।
বুকের মীনায় ফুটলে কারো
আল্লাহ প্রেমের ফুল-
খুশি মনে নেয় সে মেনে
ত্যাগের বিধান ফুরকানী।।
ভাবতে শেখো যেমন করে
নাবী ইব্রাহীম,
খুঁজেছিলো রবের দিদার
রাহা মুস্তাকিম,
একবারো তার হাত কাঁপেনি
ভয়ে পরাণ হয়নি যে তার হীম।…
তেমন পিতা পেলেই সফল
কুরবানীর এই ঈদ,
যে দেবেরে জলাঞ্জলি
বিবাদ বিভেদ জিদ।
ইব্রাহীমের প্রেমের নজির
যার বুকেতে পায়গো ঠাঁই
তার কাছে ভাই ঠুনকো সবই
‘গোশত রুটি বুরহানী’।।
পূর্বাহ্ণ•১মে-২০২২•নরসিংদী
. 06◆একটি আরজ
. আবু তাহের বেলাল
ইসমাঈলের মতো যে চাই
সাহস ভরা মন,
কুরবান হতে তোমার রাহে
বুলবুুলিরা নাশিদ গাহে-
রাব্বে কারীম মেটাও তুমি
বুকের আরাধন।।
দিন বদলের ডাক এলে ঐ
আমরা যেন সমুখে রই,
পেছন ফেলে পাথর বাঁধা
ফুল ফোটাতে অগ্রণী হই।
আনতে ফাগুন থাকি যেন-
দৃপ্ত সারাক্ষণ।।
ঘরে ঘরে ফোটাবো যে
সুগন্ধিময় কুরবানী ফুল,
ত্যাগ মহীমার গানে গানে
সুর জাগিয়ে কানে কানে
ভাঙবো সবার মনেরই ভুল।,,,
অহমিকার মূল তুলে তাই
পেছন ফেরার ডাক ভুলে যাই,
বীজ বুনে আজ সম্ভাবনার
ইব্রাহীমের স্বপ্ন ছড়াই।
চাই করুণা হে দয়াময়-
থাকতে সাধারণ।।
বাদ ফজর•০২ জুন-২২
. তিতাস রোড• নরসিংদী।
ঈদুল আযহা ২০২২
. 07 ◆বাঁধভাঙা আলো
. আবু তাহের বেলাল
এসো এসো কঁচিকাঁচা প্রজাপতি ফুল
মাছরাঙা টিয়ে এসো এসো বুলবুল,
এসো মুছি ঘনকালো
করি সব আলোআলো,
ছড়াতেই বাঁধভাঙা হেরার আলোক-
আহা ঈদ মুবারক ঈদ মুবারক।।
রাখবো না পৃথিবীতে আনবিক ধোয়া
জাগাবোই বুকেবুকে মানবিক ছোঁয়া,
ঝরাবো যে পথেপথে শেফালি বকুল
সারাক্ষণ সুর সাধা
পাখির পালক।।
রাখবো না ব্যথাতুর আকাশের চিন
রাখবো না শোকাতুর বাতাসের বীণ,
মহাত্যাগ মহীমার গান গেয়ে গেয়ে-
আনবোই নবতর ফাগুনের দিন।…
ঘরে ঘরে ঈদ হবে হবে কুরবানী
হাসিমুখে মেলে দেবো এই বুকখানি,
ছড়াবো যে দুইহাতে বারাকা অতুল-
এঁকে যাবো ওপারের
পথের স্মারক।।
সুবহি সাদিক•২জুন-২২•নরসিংদী
ঈদুল আযহা ২০২২