You are currently viewing আমি হব সকাল বেলার পাখি। ১৫টি ছোটদের কবিতা
ছেটদের কবিতা

আমি হব সকাল বেলার পাখি। ১৫টি ছোটদের কবিতা

আজকের শিশু আগামি দিনের ভবিষৎ । শিশুদের উন্নত মানসিক বিকাশে আমাদের কবি সাহ্যিত্যিকরা অসংখ্য ছোটদের কবিতা লিখেছেন। আমি হব সকাল বেলার পাখি কাবতাটি আজও আমাদের কানে বাজে। সেই ছোট বেলা আমার পড়েছিলাম প্রভাতী কবিতা , আমাদের গ্রাম কবিতা । মেঘের কোলে রোদ হেসেছে কত সুন্দর ছোটদের কবিতা। এরকম ১৫টি কাবিতা দিয়ে সাজানো হয়েছে  ছোটদের কবিতা।

প্রভাতী কবিতা  কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠ রে,
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল-খুকি ছোট রে ।
খুলি হাল তুলি পাল
ঐ তরি চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল ।
আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে ।

 

আমি হব সকাল বেলার পাখি

আমি হব কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুমবাগে
উঠব আমি ডাকি !
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,
মা বলবেন রেগে।

বলব আমি-আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল, তাই বলে কী
সকাল হবে না ক?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে।

আরও পড়ুন–শিশুদের ছড়া কবিতা । ২৬টি জনপ্রিয় ছড়া

আমাদের গ্রাম কবিতা

বন্দে আলী মিঞা

আমাদের ছোট গাঁয়ে
ছোটো ছোটো ঘর
থাকি সেথা সবে মিলে
নাহি কেহ পর ।
পাড়ার সকল ছেলে
মোরা ভাই ভাই
একসাথে খেলি আর
পাঠশালে যাই ।
হিংসা ও মারামারি
কভু নাহি করি,
পিতামাতা গুরুজনে
সদা মোরা ডরি ।
আমাদের ছোটো গ্রাম
মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে,
বাঁচাইছে প্রাণ ।
মাঠভরা ধান আর
জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে
করে ঝিকিমিকি ।
আমগাছ, জামগাছ,
বাঁশঝাড় যেন,
মিলেমিশে আছে ওরা
আত্মীয় হেন ।
সকালে সোনার রবি
পুব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়,
নানা ফুল ফোটে।

আরও পড়তে পারেন–শিশু কিশোর বিষয়ক অনু ভাবনা-অধ্যাপক আবু তাহের বেলাল

আমার পণ কবিতা

মদনমোহন তর্কালঙ্কার

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারা দিন আমি যেন ভালো হয়ে চলি ।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে ।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
একসাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা ।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে ।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি ।
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
সকালে উঠিয়া এই বলি মনে মনে ।

 

ফুলের শিশু

মোশাররফ হোসেন খান

ভাবনা জাগে সবার আগে
উঠবে ভোরে কে?
উঠবে সেই ছুটবে সেই
অলস নয় যে ।
ফুলের শিশু ফুলের শিশু
হাত বাড়িয়ে দাও
ঘুম ভাঙিয়ে জগৎটাকে
আপন করে নাও ৷৷

 

 

বৃষ্টির ছড়া
ফররুখ আহমদ

বৃষ্টি এল কাশবনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে ।

নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে ।

গাঁয়ের নামটি হাটখোলা,
বৃষ্টি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা ।

মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।

 

মেঘের কোলে রোদ হেসেছে

ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি ।

কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি,

আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি

আরও পড়ুন–শিশুর খাবারে অরুচি :: কেন শিশু খেতে চায় না? জেনে নিন করনীয় কী?

সবার সুখে কবিতা

সবার সুখে জসীম উদ্দীন

সবার সুখে হাসব আমি
কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেবো
অনাহারীর মুখে।
আমার বাড়ির ফুল-বাগিচা,
ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ
আলোক দিবে সবে।
আমার বাড়ি বাজবে বাঁশি,
সবার বাড়ির সুর,
আমার বাড়ি সবার বাড়ি
রইবে না ক দূর

 

 

শিশুর পণ কবিতা

গোলাম মোস্তফা

এই করিনু পণ মোরা
এই করিনু পণ
ফুলের মতো গড়বো মোরা
মোদের এই জীবন ।

হাসব মোরা সহজ সুখে
গন্ধ রবে লুকিয়ে বুকে
মোদের কাছে এলে সবার
জুড়িয়ে যাবে মন

 

খুব সকালে মতিউর রহমান মল্লিক

খুব সকালে উঠল না যে
জাগল না ঘুম থেকে
কেউ দিয়ো না তার কপোলে
একটুও চুম এঁকে ॥

মাজলো না দাঁত অলসতায়,
মুখ ধুলো না কোনো কথায়,
লজ্জা দিয়ো সবাই তাকে
আস্ত হুতুম ডেকে

পড়ল না যে অলস ফজর,
ফের দেখালো নানান ওজর,
ডাকল আব্বু-আম্মু তবু
বেরোয়নি রুম থেকে

ডাকল দোয়েল টুনি-টোনা,
জলদি উঠো খোকন সোনা,
নইলে আগে উঠবে সুরুজ
আলোর কুসুম মেখে ৷

বসল না যে সকাল বেলায়
পড়তে ভীষণ অবহেলায়,
কেউ দিয়ো না তার টেবিলে
চা-আর উড়ুম রেখে ॥

 

মা কথাটি ছোট্ট অতি

মা – কাজী কাদের নেওয়াজ

মা কথাটি ছোট্ট অতি,
কিন্তু যেন ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভুবনে নাই ।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার পরে আজি,
অন্তরে মা থাকুক মম
ঝরুক স্নেহরাজি।

ছোটদের কবিতা

দিন ও মাস

তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর
এই রূপ এপ্রিল, জুন আর নভেম্বর ।
আটাশ দিনেতে মাস ফেব্রুয়ারি ধরে,
একদিন বাড়ে তার চার বছর পরে।
আর সব মাস হয় একত্রিশ দিনে,
ইংরেজি মাসের দিন এই রূপে গোনে ।

 

আমার দেশ

দেশকে ভালোবাসি আমি
মাকেও ভালোবাসি ।
লেখাপড়া শিখে যেন
দুঃখীর পাশে থাকি।

 

আগে ঘুম আগে ওঠা
তাড়াতাড়ি ঘুমায় যে
অটুট স্বাস্থ্যের মালিক সে,
সকাল সকাল ওঠে যে
ধনী-জ্ঞানী হয় সে

 

তোমার দাঁত মাজো

মাজো, মাজো, মাজো তোমার দাঁত,
দাঁত মাজো প্রতিদিন
মা, বাবা, ভাই, বোন,
দাঁত মাজো প্রতিদিন!
ধৌত করো ধৌত করো
ধৌত করো তোমার মুখ,
ধৌত করো প্রতিদিন!
মা, বাবা, ভাই, বোন,
ধৌত করো প্রতিদিন!