একুশের ২১টি কবিতা – কবিতা নং- ০১
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ এর বিখ্যাত কবিতা ‘’ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত’’ । অমর একুশে কবিতা
বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবময় সেই একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধার্ঘ্যস্বরূপ এ কবিতাটি লিখেছিলেন কবি আল মাহমুদ।
বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাঁদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত
–আল মাহমুদ
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
এ লাশ আমরা রাখবো কোথায়
একুশের কবিতা আবৃত্তি
আল মাহমুদ এক বিস্ময়ের নাম। যিনি গল্প, কবিতা, উপন্যাসে অবাধে বিচরণ করছেন। যিনি বাংলা সাহিত্যের জগতের পরশ পাথর, সময়ের কবি। তার সাক্ষাৎকার আমাদের জানার পরিধিকে সমৃদ্ধ করে।
তার কবিতা, শব্দচয়ন আমাদের যাপিত জীবনে শক্তি জোগায়, অনুপ্রেরণা দেয় প্রতিনিয়ত।
১।। অমর একুশে কবিতা
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।
২।।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
৩।। অমর একুশে কবিতা
আমার মায়ের সোনার নোলক
হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি
সারা বাংলাদেশে।
৪।।
কবিতা তো মন্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার।
৫।। ছোটদের জন্য একুশের কবিতা
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।
শিশুদের একুশের কবিতা , একুশের কবিতা আল মাহমুদ ,
আরও পড়ুন- কাশ্মীর ও গুজরাট রক্তাক্ত ইতিহাস নিয়ে বাংলা কবিতা
ব্যাংকিং বিষয়ে বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়তে পানে- ব্যাংক জগত ডট কম