You are currently viewing ১০০০টি বিশ্বাস নিয়ে উক্তি , স্ট্যাটাস , বিশ্বাস নিয়ে কিছু কথা,
বিশ্বাস নিয়ে উক্তি

১০০০টি বিশ্বাস নিয়ে উক্তি , স্ট্যাটাস , বিশ্বাস নিয়ে কিছু কথা,

বিশ্বাস অবিশ্বাস, বিশ্বাস ঘাতকতা এসব গুনাবলী মানব জীবনের সাথে জড়িয়ে আছে। আজ স্বার্থময় পৃথীবীতে বিশ্বাসী মানুষের অভাব। বন্ধুরা, আপনারা যারা বিশ্বাস নিয়ে উক্তি , বিশ্বাস নিয়ে কিছু কথা , বিশ্বাস নিয়ে স্ট্যাটাস , বিশ্বাস ঘাতক নিয়ে উক্তি ইত্যাদি খুঁজছেন আপনাদের জন্য আজকের আর্টিকেল। আশাকরি ভালো লাগবে।

বিশ্বাস

“আমি তোমাকে বিশ্বাস করাতে পেরেছি এ আমার সফলতা,তুমি তোমার বিশ্বাসের খুঁটি মজবুত রাখতে পারো নি এ তোমার ব্যর্থতা”

আমি ছাত্র থেকে শিক্ষক হয়ে এটা বুঝতে পেরেছি, ছাত্র জীবনে আমার আবেগ ছিল ভুল, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের আদর শাসনের কারনেই আজকের আমি। এবং আমি এটাও বিশ্বাস করি যে, যতদিন শিক্ষক এর শিক্ষা দানের পাশাপাশি আদর শাসন থাকবে ততদিন ছাত্ররা মানুষ ও মানবিক হতে থাকবে।

“বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই”
“যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে”

মোঃ আবদুল বাতেন
প্রভাষক
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত অনার্স কলেজ।

 

বিশ্বাস নিয়ে উক্তি

#বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তা প্রতি, একদিন চাওয়া গুলো পূর্ণতা পাবে!
#বিশ্বাস শব্দটা ছোট হলেও সেটা অনেক দামি,
কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা বন্ধুত্ব কোনোটাই হয় না
ইয়া আল্লাহ ! তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি
কিয়ামতের দিন তুমিও আমল নামা না দেখে ক্ষমা করে দিও

নিজের প্রতি বিশ্বস্ত নয়, অন্যের বিশ্বাস সে সহজেই ভাঙতে পারে। রোজটেরি
* শত্রুকে বিশ্বাস করার মতো বোকামি আর নেই। —জন গিলবার্ট
বাণী চিরন্তনী
4 সহজ এবং সাধারণ বিশ্বাসগুলোতে কোন কৌশল নেই। -শেক্সপিয়ার
| * তোমার বিশ্বাস পরিপূর্ণভাবে কারো কাছে গচ্ছিত রেখো না। -স্যার মিচেল ফস্টার
* বিশ্বাসের প্রধান অংশ হচ্ছে ধৈর্য। -ক্রিস্টিনা রসেটি
* এমন লোককেই বিশ্বাস করবে, যার কাছে প্রতারিত হবার আশা নেই।—বেন জনসন
* মানুষের বিশ্বাস সুকোমল কেকের মতো যে কোন মুহূর্তে সহজেই ভেঙ্গে যেতে পারে। —টমাস হুড়
* যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না তাহারাই অন্যকে বিশ্বাস করে। —রবীন্দ্রনাথ ঠাকুর/ জীবনস্মৃতি
* সুন্দর বিশ্বাসগুলো কখনো কখনো সুন্দর সময় উপহার দেয়। আর ডাব্লিউ গিল্ডার
* বিশ্বাসের একটি বৈজ্ঞানিক মূল্য আছে। —টমাস ক্যাম্পবেল
* বিশ্বাস না থাকলে বন্ধুত্ব হয় না। ইমারসন
* যে প্রমাণ করতে পারবে, শুধুমাত্র তাকেই বিশ্বাস করবে। ভার্জিল
* যেখানে বিশ্বাস নেই, সেখানে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। —পিথাগো
* বড় বড় ভাবনা দিয়ে তোমার হৃদয়কে শিক্ষিত করে তোল। বীরত্বপূর্ণ কাজে বিশ্বাসীরাই জয়ী হয়। -ডিজরেইলি
* বিশ্বাস-অবিশ্বাস মনের ব্যাপার, সেখানে জোর খাটাতে যাওয়া অন্যায়। —আবুল ফজল
* বিশ্বাস যাকে করা যায় না, তার সাথে গড়ে ওঠা হৃদ্যতার ভিত্ কখনো মজবুত হয় না। – প্লাউটাস
বিশ্বাসই জীবনের গতি । — টলস্টয়
* বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে। —মিল্টন
*
* বিশ্বাসঘাতককে বিশ্বাস করতে হবে। তোমার বিশ্বাসই তাকে বিশ্বাসের মর্যাদা দিতে শিখাবে
। -স্যামুয়েল দানিয়েল
পাখি যখন প্রথমে উড়তে শিখে বিশ্বাসই তখন তার একমাত্র অবলম্বন থাকে। —পি, জে, বেইলি ” জনগণের বিশ্বাসই হচ্ছে
রাজনৈতিক দলসমূহের একমাত্র ভিত্তি। — চার্লস জেমস ফক্স
প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের নিকট সঠিক। —কুপার
-মানুষ এমনও আছে কইলজা ভুনা কইরা
দিলে কইব লবণ কম হইছে

বিশ্বাস নিয়ে উক্তি  , বিশ্বাস নিয়ে কিছু কথা,
বিশ্বাস নিয়ে উক্তি , বিশ্বাস নিয়ে কিছু কথা,

বিশ্বাস নিয়ে কিছু উক্তি

– আল্লাহ’র প্রতি আস্থা আর বিশ্বাস, আপনাকে সাফল্যের পথ দেখাবে, ইনশাআল্লাহ”….!
~ভালোবাসা ভুল নয়
❥কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই হলো সবচেয়ে বড় ভুল…
<> বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। প্রবাদ
* কর্ম করতে গেলে আগে একটা বিশ্বাস চাই। — রামকৃষ্ণদেব
* বিশ্বাসই ত শক্তি, বিশ্বাস না থাকলে সংশয়ে যে কর্তব্য তোমার পদে পদে ভারাতুর হয়ে উঠবে। -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়/ পথের দাবি
* বিশ্বাস হচ্ছে ভালোবাসার শক্তি। — টলস্টয়
* বিশ্বাসই হচ্ছে জীবনের শক্তি। — টলস্টয়
* নিজের উপর এবং বিধাতার উপর বিশ্বাসই হচ্ছে বড় হবার পাথেয়। বাট ফ্রস্ট
* যে বেশি জানে, সে কম বিশ্বাস করে। এলেন পো
<> খোদার উপর বিশ্বাস এমনি একটা আলো, যার আলোতে ভালো মন্দের স্বরূপ সুষ্পষ্টরূপে চোখে পড়ে। — আবুল কাসেম যারকামি
* যে নিজের উপর বিশ্বাস রেখে প্রার্থনা করে না, সে নিজেই দ্বিধাগ্রস্ত তার প্রার্থনা আদৌ পূরণ হবে। কিনা তা-ও সে জানে না। ফিলিপস ব্রুক
* প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপর আস্থা থাকা উচিত। —উইলিয়াম ব্ল্যাক
← সন্দেহ করার চেয়ে বিশ্বাস করাটাই সহজ যদিও আমরা তার উল্টো টাই করে থাকি। —ই, ডি মার্টিন
* একবার যে বিশ্বাস ভঙ্গ করে তার চারিদিকে বিশ্বাস আর সহজে দানা বেঁধে উঠতে পারে। না। -ক্রিস্টিনা রসেটি
<> শত্রুকে বিশ্বাস করার অর্থ হচ্ছে ডুবে যাওয়ার পথ পরিষ্কার করা। ডন পিয়াট
> যার উপর বিশ্বাস নেই তার সম্মানও নেই, সে আমার কাছে মৃত। —হুইটিয়ার
<> ধ্বংসের মধ্যেও মহৎ বিশ্বাস অমলিন থাকে। —টমাস কোম্পস
> কী সংক্ষিপ্ত! আর কি ক্ষণভঙ্গুর মানুষের বিশ্বাস। — জন গে
* মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত বিশ্বাসের অমর্যাদা করো না। – থিওডোর রুজভেল্ট
<> ঈশ্বরকে বিশ্বাস করা শক্ত কিন্তু তার চাইতেও বেশি শক্ত তাকে অবশ্বিাস করা। প্রকৃতির বিস্ময়কর লীলা দেখে তার প্রতি আমার বিশ্বাস জন্মে নি। বরং এ বিশ্বাস জন্মেছে মানুষের প্রাণ প্রাচুর্য দেখে। – টেনিসন
* পাখি যখন ওড়ে তখন তার ডানার উপর বিশ্বাস রেখেই উড়ে। ডরথি বেরি
* বিশ্বাস কী? যা আমরা দেখতে পাই না। আশা কি? একটা বৃহৎ জিনিস যা মানুষকে দুঃখ কষ্টের মধ্যেও বাঁচার অনুপ্রেরণা দেয়। —ইরাস মুস
<> বিশ্বাস যেখানে আছে সেখানে কোন কৌশল খাটানো উচিত নয়। —হুইটার

– বিশ্বাস রাখুন রবের প্রতি,,
একদিন আপনার চাওয়া গুলো পূর্ণতা পাবে!
বিশ্বাস ব্যাপারটা,, বড় অদ্ভুদ,,
মানুষ জীবনে যা কিছু পায়
বিশ্বাস করেই পায়,,

,আবার যা কিছু হারায়,,
এই, বিশ্বাসের কারনেই হারায়,,

মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে
কারন সত্য এখন প্রমান করতে হয়,
প্রয়োজনে কাছে টেনে অসময়ে
ছুড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ।(S)

“বিশ্বাস” শব্দটি খুবই ছোট্র
যদি হও তার অনুগত
পাবে শান্তি হবে অাত্নতৃপ্ত।

আমি বিশ্বাস করি না

” আল্লাহ শেখ হাসিনার জন্য ফেরেশতা পাঠাবেন , এই কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ”
– মুজিবুর রহমান।
পৌর মেয়র, কক্সবাজার এবং
সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগ।

“আমার বিশ্বাস, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের ভালো বন্ধু আর কেউ হবে না।”
– রাষ্ট্রদূত পিটার হাস।

#বিশ্বাস তো সেইদিন উঠে গেছে।
যেদিন পরীক্ষায় নকল করার পরও ফেল করছি।
বিশ্বাস করো বউ, তুমি ছাড়া আমি অন্য কোন মেয়ের দিকে কোনদিন তাকাই নাই…
বিশ্বাস নিয়ে কিছু কথা
এ-যুগে কাউকে অন্ধের মত
বিশ্বাস করতে যেও না,
তবে নিশ্চিত ঠ’কে যাবে
বিশ্বাসের মর্যাদা পাবে না।
বিশ্বাস করো ক্ষ’তি নেই
কিন্তু! অন্ধ বিশ্বাস মোটেও না
অন্ধবিশ্বাস করলে দেখবে!
মানুষটিকে আর পাবে না।
মানুষ কখনো মানুষকে ঠ’কায় না
অ’মানুষ মানুষকে ঠ’কায়,
আমরা তাদের ভেবেই কষ্ট পাই
জীবনের নানা পাতায়।
“মানুষ নয় অ’মানুষ মানুষকে ঠ’কায়”
কলমেঃ রুমা রাণী ঘোষ

বিশ্বাস নিয়ে উক্তি  , বিশ্বাস নিয়ে কিছু কথা,
বিশ্বাস নিয়ে উক্তি , বিশ্বাস নিয়ে কিছু কথা,

বিশ্বাস নিয়ে স্ট্যাটাস

আলহামদুলিল্লাহ!
আমি বিশ্বাস করি এখনো সমাজে অনেক ভালো মানুষ আছেন…..
গতকাল বাসা থেকে বাইকে করে গন্তব্যের মাঝ পথে হঠাৎ মনে হলো পেন্টের পকেটে কি যেন নাই! দেখি মানি ব্যাগ সাথে নাই। যেখানে বেশ কিছু টাকাসহ ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজ, কিছু গুরুত্বপূর্ণ কাগজাদি ছিল । বিশেষ করে যেসব কাগজাদি অফিসিয়ালি নতুন করে সংগ্রহ করতে অন্তত ২ মাস সময় লাগত। কিছুটা মন খারাপ করে অফিসে বসে ছিলাম। একজন ভাই বলছিলেন,বর্তমান সময়ে টাকাসহ পেলে কেউ কি মানিব্যাগ ফেরত দেয়? আমি ওনাকে বলেছিলাম, ভাই মানুষকে অত-টা অবিশ্বাস করবেননা।
এর মধ্যেই একটি অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। সালাম বিনিময়ের পরে ঐ প্রান্ত থেকে বলে উঠলেন, আপনার মানিব্যাগ পড়ে গেছে, আমার কাছে আছে। পরে ওনার সাথে সাক্ষাৎ করে মানি ব্যাগটা নিলাম আর ওনাকে ধন্যবাদ দিলাম। আল্লাহর শুকরিয়া আদায় করলাম।
যিনি আমার মানিব্যাগ রাস্তায় পেলেন, ওনাকে নেহায়াৎ খেটে খাওয়া মানুষ মনে হলো। মধ্য বয়সী। লম্বা দাড়ী। ওনি বল্লেন, কারো কোন জিনিস হারিয়ে গেলে সেটি মালিকের কাছে ফেরত দেয়া ঈমানী দায়িত্ব।
ওনার কাছ থেকে বিদায় নেয়ার সময় আবারো ও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করলাম ও আল্লাহর শুকরিয়া আদায় করলাম।
একজন মানুষ যখন অন্তগত হতে/ভিতর থেকে পবিত্র হতে পারে, তখন তার পক্ষে কারো অর্থ-সম্পদ কুক্ষিগত/বা তার দখলে রাখতে পারেনা। তার বিবেক তাকে দংশন করে। তার পবিত্রতার শক্তি তাকে অসৎ পথে চলতে/অন্যের অধিকার নিজের অধিকারে রাখতে দেয়না। সুবাহানাল্লাহ।
আমি বিশ্বাস করি, এখনো সমাজে অনেক ভালো মানুষ আছেন…..। আলহামদুলিল্লাহ!
আহ! সমাজে যদি সবাই এমন হতো তাহলে কতইনা ভালো হতো!

বিশ্বাস নিয়ে উক্তি , স্ট্যাটাস , বিশ্বাস নিয়ে কিছু কথা,
বিশ্বাস নিয়ে উক্তি , বিশ্বাস নিয়ে কিছু কথা,

কে রেইসিস্ট ? আপনি অবাধে আপনার ‘অবিশ্বাস’ চর্চা করতে পারবেন আর বাংলাদেশি ক্রিকেটের নয়া সাকিব তানজিম তার ‘বিশ্বাস’ চর্চা করতে পারবো না? জীবন সম্পর্কে তার দৃষ্টি ও দৃষ্টিভংগীজাত ওপিনিয়ন রাখতে পারবো না? তার গলা টিপা ধইরা আপনি সাজবেন ‘মুক্তমনা’ আর উলটা তারে বানাইবেন ‘সাম্প্রদায়িক’, এতোই সোজা? দুনিয়া অনেক আগাইয়া গেছে আপনার আইডোলজি নিয়া আপনি থাকেন অন্যকেও থাকতে দেন তার মতো।
সাবাশ তানজিম বাংলাদেশি ক্রিকেট ভক্তদের বহু প্রার্থীত জয়ের নায়ক ক্রিকেট ময়দানের মতো জীবনের মাঠেও মুক্ত বিহংগের মতো তুমি গাইতে থাকো তুমার গান। আমরা তুমার পাশে আছি।

কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে! বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে।টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ডুকবে না।উঠে বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন।ভাগ্যের ওপরে ছেরে না দিয়ে, ভাগ্য বদলের চেষ্টা করুন।

বিশ্বাস ঘাতক নিয়ে উক্তি

বিশ্বাস ঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুজে পাইনা
বিশ্বাস ঘাতকতায় নয়-বিশ্বস্থতায় থাকতে চাই আমৃত্যু……………
ভাতিজা নুরুল হুদা আজাদকে বিশ্বাস করে বাড়ি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন চাচা মো. আলাউদ্দিন হোসাইন। কিন্তু মালিক মারা গেলে সেই তত্ত্বাবধায়কই বাড়ির মালিক বনে গেছেন। হয়ে গেলেন কোটিপতি। রক্ষক থেকে বনে গেলেন ভক্ষক ………

পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো
মানুষগুলো খুব ভয়ঙ্কর। পারলে এদের থেকে দূরে থাকুন।
#একটু ভরসা পেলে একজন সাধারণ মানুষ অসাধারণ কাজ করতে পারে।
শুধু মাত্র দরকার বিশ্বাস।..
এতো বিশ্বাস করতাম আপনারে শেষে বাশ টা দিয়ে দিলেন…

বিশ্বাস করেন সবাই আপনাকে পছন্দ করার মানে আপনার চেয়ে হতভাগা আর কেউ নেই, কারন আপনি আপনার জীবনের সাথে অনেক বেশি সমঝোতা করে ফেলেছেন। সমঝোতা করে অন্যকে সুখী করা যায় নিজেকে নয়!
“বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো, যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক”
কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না,
খুব বেশি ভালোবাসবেন না,
প্রিয়জনের কাছ থেকে খুব বেশি আশা ও করবেন না ।
কারন, আপনি যখন কাউকে খুব বেশী বিশ্বাস করবেন,
খুব বেশী ভালোবাসবেন,

সে তখন আপনাকে এতো টাই কষ্ট দিবে,
যা আপনি সহ্য করতে পারবেন না ।

বিশ্বাস নিয়ে উক্তি  , বিশ্বাস নিয়ে কিছু কথা,
বিশ্বাস নিয়ে উক্তি , বিশ্বাস নিয়ে কিছু কথা,

বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি

সুরা আল মায়িদাহ।
আয়াত – ৬৯.
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ الَّذِیۡنَ ہَادُوۡا وَ الصّٰبِـُٔوۡنَ وَ النَّصٰرٰی مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ عَمِلَ صَالِحًا فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۶۹﴾
ইন্নাল্লাযীনা আ-মানূওয়াল্লাযীনা হা-দূওয়াসসা-বিঊনা ওয়ান্নাসা-রা-মান আ-মানা বিল্লা-হি ওয়াল ইয়াওমিল আ-খিরি ওয়া ‘আমিলা সা-লিহান ফালা-খাওফুন‘আলাইহিম ওয়ালা-হুম ইয়াহঝানূন।
এটা সুনিশ্চিত যে, মুসলিম, ইয়াহুদী, সাবেঈ এবং খৃষ্টানদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ও কিয়ামাতের প্রতি বিশ্বাস রাখে এবং সৎ কাজ করে, এইরূপ লোকদের জন্য শেষ দিনে না কোন প্রকার ভয় থাকবে আর না তারা চিন্তান্বিত হবে।
Surely, those who believe (in the Oneness of Allah, in His Messenger Muhammad SAW and all that was revealed to him from Allah), those who are the Jews and the Sabians and the Christians, – whosoever believed in Allah and the Last Day, and worked righteousness, on them shall be no fear, nor shall they grieve.

মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপনের জন্য আকাশের ঐ জ্বলন্ত চাঁদটাই যথেষ্ট। যে, প্রভু সত্যের জ্বলন্ত নিদর্শন নিয়ে জ্বলছে অবিরাম, চলছে অবিচল।

বিশ্বাস ও ভালোবাসার উক্তি
এক পৃথিবী ভালোবাসা দেবো,
দেবো ঝুম বৃষ্টি নির্জলা।
শুধু এক চিমটি ‘বিশ্বাস’ আমার জন্য রেখো!
ওই বিশ্বাস ছাড়া আমি ভীষণ অচল
বোঝা না বোঝার সীমানা পেরিয়ে
নির্মল থাকে শুধুই অপ্রকাশিত কাঁন্নার ঝড়।
বিশ্বাসটা কিন্তু শুধু আমার জন্য….!!

কাউকে বিশ্বাস করে ঠকেছেন, এই অভিযোগ করবেন না। ভুল মানুষকে বিশ্বাস করলে ঠকবেন, এটিই স্বাভাবিক। বিশ্বাস করে ঠকেছেন এটা মেনে নেন। সতর্ক হোন। এখন থেকে কাউকে বিশ্বাস করার আগে ভেবে নিবেন। ঠকবাজরা আগে আপনার বিশ্বাস অর্জন করে তারপর ঠকায়।
আপনি কাউকে বিশ্বাস করেছেন, এটি তার একটি অমূল্য অর্জন। অনেকেই এই বিশ্বাসের মর্যাদা বুঝে না। তাদেরকে বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্ক হোন।

. “যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে

আমার বিশ্বাস আমার জীবনসঙ্গিনী খুব বেশি সুন্দরী না হলেও তার সুললিত কণ্ঠের তিলাওয়াত হবে বহুগুণ সুন্দর। যা শুনে আমি পার করতে পারবো রাতের পর রাত।

বিশ্বাস ভাঙ্গা নিয়ে কিছু উক্তি

→পৃথিবীতে চলতে গেলে তো মানুষকে বিশ্বাস
করতেই হবে, তা না হলে তো আপনি চলতে
পারবেন না। তবে দেখে শুনে বিশ্বাস করতে
হবে।

যদি তুমি সুন্দর মনের মানুষ হও,
জীবনে ভেঙে গেলেও বেঁচে থাকার কৌশলটা শিখে নাও তবে তোমার জীবনের ভাঙ্গা টুকরো গুলো কাজে লাগিয়ে জীবনকে সুন্দর বানাতে পারবে।
তবে তা তখনই সুন্দর হবে, যখন তুমি মন থেকে জানবে ও বিশ্বাস রাখবে নিজের উপর ।আসলেই তুমি একজন সৎ মানুষ।
তখন ভাঙ্গা টুকরো গুলো ও তোমার জীবনের গহনা হয়ে যাবে।

প্রতিটা আঘাতই তোমাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা চমৎকার গল্প উপহার দিবে ।
প্রতিটা বেঈমানী একটা সুন্দর বিশ্বস্ততার ভাঙ্গার মাইল ফলক হিসেবে তোমাকে শিক্ষা দিবে ।

→মানুষকেই তো বিশ্বাস করবেন, বস্তুকে তো
আর নয়। তবে মনে রাখবেন বিশ্বাস ভাঙ্গা
সোজা, কিন্তু বিশ্বাস গড়া খুবই কঠিন।

বিশ্বাস ভাঙ্গা নিয়ে উক্তি
বেঈমানকে প্রথমবার বিশ্বাস করা ভুল…!
কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করা মহাপাপ…

– পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো “বিশ্বাস আর অপেক্ষা”!
– “বিশ্বাস” যা সবাই রাখতে পারে না!
– আর “অপেক্ষা” যা সবাই করতে পারে না!
“???
“কারো”জন্য”কারো”জীবন”থেমে”থাকে”না”
“মেনে নিতে না পারলে মানিয়ে নিতে শিখো”
“??
“খুব!বেশি!নয়!আমি!
অল্পতে’ই!অনেক খুশি”
༅ “প্রেম নয় আমি বাস্তবতার স্বপ্নদেখি”

বিশ্বাস করার এস এম এস

“প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক”

বিশ্বাস এমন একটা জিনিস!
যা তুমি না রাখলে
অনেক কস্ট হবে তোমার বাঁচতে…!
অতএব অন্তত বিশ্বাস টুকু রেখো
যাদেরকে বিশ্বাস করি তাদের তরে আমার এই লেখা..
সর্বাধিক ভাল সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং সম্মান নির্মিত হয়।

আমার পরিশ্রম, আমার ত্যাগ,আমার সততা আমার সাথে বেঈমানী করবেনা এটা আমার বিশ্বাস।এবং সকল ব্যক্তিকে তার কর্মের উপর বিশ্বাস রাখা উচিত।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

ভাই
বিশ্বাস টা এতটাই প্রখর আপনার প্রতি।
সেটা আপনিও জানেন বোধহয়।

বিশ্বাস নিয়ে উক্তি  , বিশ্বাস নিয়ে কিছু কথা,
বিশ্বাস নিয়ে উক্তি , বিশ্বাস নিয়ে কিছু কথা,

বিশ্বাস ঘাতক

কাউকে অন্ধের মতো বিশ্বাস করা জীবনে সবছে বড় ভুল
“চোখ নিজেকে বিশ্বাস করে;
আর কান বিশ্বাস করে অন্যকে”
ভরসা ছিলো, বিশ্বাস ছিলো
পরে বুঝলাম ওটা আমার ভুল ছিলো
অদৃশ্যে বিশ্বাসী আমি, কভু করিনা অন্ধে বিশ্বাস
সমাধান খুঁজি যুক্তিতে, আর মরমেও করি বাস।
নিজের ছায়াকেও বিশ্বাস করা বোকামী।
বাচার জন্য শুধু
একমুঠো বিশ্বাস চাই।
অক্সিজেন তো সবাই নেয়

বিশ্বাস= Believe
আমি বিশ্বাস করি = I believe.
আমি তোমাকে বিশ্বাস করি = I believe you.
আমি তোমাকে বিশ্বাস করি না = I don’t believe you.
তুমি আমাকে বিশ্বাস কর = You believe me.
তুমি আমাকে বিশ্বাস কর না = You do not believe me.

Hardly, seldom, scarcely, rarely, barely এ শব্দ গুলো মূলত negative শব্দ। এগুলোর অর্থ হচ্ছে একেবারেই না অথবা প্রায়ই না। Hardly শব্দ নিয়েই বেশি confusion তৈরি হয়। অনেকেই আমরা অতিরিক্ত জোর দেওয়ার জন্য hardly শব্দ ব্যবহার করি কিন্তু আসলে ঘটনা ঘটে যায় উলটো। যেমন,
I hardly believe it. এটার অর্থ হচ্ছে আমার ইহার প্রতি বিশ্বাস নেই বললেই চলে। কিন্তু আমরা অনেকেই মনেকরি ইহার অর্থ আমি ইহা কঠোরভাবে বিশ্বাস করি
। He seldom visits his village. এর অর্থ সে তার গ্রামে যায় না বললেই চলে। She rarely misbehaves with people. সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না বললেই চলে। He hardly enjoys watching movies. সে মুভি দেখায় মজা পায় না বললেই চলে। অথবা সে মুভি দেখায় খুব কমই মজা পায়।

বিশ্বাস কবিতা

সোলায়মান সিদ্দিক

আমরা মানি আল্লাহ মহান
দৃশ্যপটে আসে না,
নেই তো শরীক তার সাথে কেউ,
মিথ্যা ভালোবাসে না।

আমরা জানি স্রষ্টা যে এক
তিনিই আহার,বৃষ্টি দেন,
জীবন চলার শ্রেষ্ঠ বিধান
মন রাঙ্গাতে কৃষ্টি দেন।

আমরা দেখি ডুবছে সুরুজ
উঠছে কত তারার দল,
একজনেরই সৃষ্টি এসব
নয় তো কোনো পাড়ার বল।

আমরা শিখি পড়তে কোরান
আ’রশে যা লিখা রয়,
তার নিয়মেই চললে জীবন
থাকবে সঠিক বৃথা নয়।

আমরা ভাবি কেমনকরে
জান্নাতে শেষ যাওয়াযায়,
কোন আমলে খোদার রহম,
সুনজরটা পাওয়াযায়।

তোমরা যারা আল্লা ভুলে
তার জমিনে করছো বাস,
স্বরণরেখো নাটাই টেনে
তিনিই সবার করবে নাশ।

বিশ্বাস নিয়ে কিছু প্রশ্ন

বিশ্বাস in English
Belief – বিশ্বাস, আস্থা, প্রত্যয়, ধর্মবিশ্বাস, প্রতীতি, বিশ্বাসের বিষয়

বিশ্বাস কাকে বলে
আবার বিশ্বাস মানে হতে পারে আশা বা আশ্বাস বা বিশ্বাস করার ইচ্ছা। বিশ্বাস হতে পারে কোন বাহ্যিক বা অভ্যন্তরীণ অনুভূতির সচেতন অনুধাবন; বা কোনো তথ্য বোধগম্য হওয়া এবং বিভিন্ন পরিস্থিতিতে যাচাই করার পর এই বোধের নিশ্চয়তা সম্বন্ধে প্রত্যয় বা প্রতীতি জন্মালে (সত্য বলে স্থায়ী ধারণা) হলে তাকে জ্ঞান বলা যায়।

বিশ্বাস করা অর্থ
কোনো বিষয় সত্য না মিথ্যা তা বিচার করে – সত্য মনে হলে তা “বিশ্বাস করা” অথবা মিথ্যা মনে হলে অবিশ্বাস করা আর মিথ্যা হবার সম্ভাবনা বেশি মনে হলে সন্দেহ করা হয় ।
বিশ্বাস ইংলিশ বানান
Faith – বিশ্বাস, আস্থা, ধর্ম, ধর্মবিশ্বাস, বিশ্বস্ততা, ভরসা

বিশ্বাস কত প্রকার?
বিশ্বাস কত প্রকার? অনেক প্রকার। যেমন—সরল বিশ্বাস, জটিল বিশ্বাস, কূটিল বিশ্বাস, কঠিন বিশ্বাস, তরল বিশ্বাস, বায়বীয় বিশ্বাস, গরল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, স্বল্প বিশ্বাস, মাঝারি বিশ্বাস, ভারী বিশ্বাস, টলটলায়মান বিশ্বাস, লোক দেখানো বিশ্বাস ইত্যাদি।
বিশ্বাস কাকে বলে
বিশ্বাস বলতে সাধারণত পারিপার্শ্বিক বিষয়-বস্তুরাজি ও জগৎ সম্পর্কে কোনো সত্ত্বার স্থায়ী-অস্থায়ী প্রত্যক্ষণকৃত ধারণাগত উপলব্ধি বা জ্ঞান এবং তার নিশ্চয়তার উপর আস্থা বোঝানো হয় । এবং তার নিশ্চয়তার উপর আস্থা বোঝানো হয় ।