You are currently viewing একটি শিক্ষামূলক গীতি কবিতা
গীতি কবিতা

একটি শিক্ষামূলক গীতি কবিতা

সমাজের নানা অবক্ষয় অসংগতি মানুষের নোংড়া কার্যকলাপ নিয়ে রচিত গীতি কবিতা “হায়রে স্বপ্ন কত’’ । কবিতাটিতে সমাজের সকল শ্রেণীর কানুষের কথা উঠে এসেছে। এই সমাজ নিয়ে মানুষের কত স্বপ্ন অথচ সমাজের নষ্ট মানুষেরা সমাজকে আরো নষ্ট করে তুলেছে। আশাকরি  গীতি কবিতাটি আপনাদের ভালো লাগবে। তো পড়ে নেয়া যাক স্বপ্ন কবিতা টি ।

গীতি কবিতা

 হায়রে স্বপ্ন কত

 

হায়রে স্বপ্ন কত অবিরত

দেখি নয়ন মেলে।

সমাজ হবে পাক পবিত্র

শান্তি পাবে দিলে ।।

হায়রে স্বপ্ন কত

হায়রে অবক্ষয় হইল ভয়

ধরছে চড়ম রুপ।

এই সমাজের শাখায় শাখায়

হইছে মরণ কুপ।।

হায়রে কত মানুষ,

হায়রে কত মানুষ হইয়া বেহুশ

পড়ে টাকার ফাঁদে

আপন ভাইরে খুন করিয়া

অবশেষে কাঁদে।

হায়রে সামাজিক

হারে সামাজিক অবক্ষয় হইলে হয়

যত পাপের কাজ

নোংড়া ভাবে ঘোরে নারী

নাইরে তাদের লাজ।

হায়রে স্বপ্ন কত

হায়রে দ্বারে দ্বারে ভিক্ষা করে

কত অসহায়

লক্ষ টাকার কুকুর কিনে

করে অপচয়।।

আরও পড়তে পারেন– আমি হব সকাল বেলার পাখি। ১৫টি ছোটদের কবিতা

হায়রে কত মানুষ

হারে বাবা মা রাখে না

ছেলে মেয়ের খোঁজ

কোথায় যায় কিবা করে

নষ্ট হয়যে রোজ।।

হায়রে কত ছেলে

হায়রে কত ছেলে যাচ্ছে জেলে

সন্ত্রাস হয়ে যায়

বাবা মা’র নজর হীনে

এমন কিন্তু হয়।।

হায়রে কত নারী

হায়রে কত নারী পার্টি করি

রাতে ফেরে ঘরে

কাজের মেয়ে সন্তান পালে

অবহেলা করে।।

হায়রে স্বপ্ন কত

হায়রে সন্তান বড় হলে যায় যে ভুলে

নেয়না মায়ের খোঁজ

অবশেষে বুক ভাসে তার

চোখের জলে রোজ।

হায়রে ধর্ম শিক্ষা

হায়রে ধর্ম  শিক্ষা নীতি দিক্ষা

পায় না যে সব ছেলে

তারাই হয় ইভটিজার

জরিপ কিন্ত বলে।।

হায়রে অবক্ষয়

হায়রে অবক্ষয় দেখ হয়

সংসদ মাজারে

মন্ত্রী এমপি গালি দেয়

অপর দলেরে।

হায়রে গানের আসর

হায়রে গানের আসর কত কদর

দেখি তামাশা।

আপরও পড়ুন–সেরা ১০ বন্ধু কবিতা

সাংসদেরা মাটি করে

জনগণের আশা।

হায়রে ধোকাবাজী

হায়রে ধোকাবাজী, করে রুজি

পন্যে ফরমালিন

রোগ-ব্যধিতে মানুষ মরে

হায়াত করে ক্ষীণ।

কথা মিথ্যা নয়

কথা মিথ্যা নয় গোস্ত কয়

গরু- ছােগলের

কুত্তার গোস্ত ব্যাগ ভরিয়া

দেয় যে আমাদের।

হায়রে কত পাজি

হায়রে কত পাজি হইয়া কাজী

করে অবিচার

গরিব মানুষ পায়না তাদের

ন্যায্য অধিকার

হায়রে স্বপ্ন কত।।

গীতি কবিতা