আর্টিকেল লেখার নিয়ম
একজন ভালো লেখকের গুণাবলী
জয়নাল আবেদীন পাঠান
আমার মতো একজন নগন্য পাঠকের দৃষ্টিতে একজন ভালো লেখক-লেখিকার যে সব গুণাবলী থাকা উচিৎ তার মাঝে আমি এখানে মাত্র কয়েকটি উল্লেখ করছিঃ
(১ ) ভালো লেখক-লেখিকা হবেন অহংকারশুন্য |
(২ ) একজন ভালো লেখক-লেখিকার যতো প্রকারের দুর্বলতাই থাকুক না কেন তিনি অন্ততঃ চোর হবেন না !অর্থাৎ আর্থিক দিক থেকে ১০০% সৎ হবেন !অবৈধভাবে পৃথিবীর সব ধন-সম্পদ তাঁর পায়ের কাছে ফেলে দিলে ও সে দিকে বিন্দু মাত্র-ও লোভ থাকবে না | সেদিন শুনলাম একজন কবি নাকি ঘুষখোর ! ভীষণ অবাক হলাম ! আমার কাছে কবি-সাহিত্যিক মানে আর্থিকভাবে ১০০% সৎ মানুষ !
(৩ ) সত্য প্রকাশের সাহস ও দৃঢ়তা থাকবে | যদি-ও সেটা নিজেদের মানুষ বা দলের কিংবা ধর্মান্ধতার বিরুদ্ধে যায় |
(৪ ) লেখক হওয়ার আগে মানুষ হওয়া ! যেমনঃ যে লেখক মনে করেন আমি যে দলের বা ধর্মের অন্য কোনো লেখক সে দলের বা ধর্মের বিপরীত হলে সে কোনো লেখক ই নয় তাহলে বুঝতে হবে তার লেখক হওয়া তো দুরের কথা সে আজো মানুষ হয়ে ওঠেনি !
আরও পড়ুন–চোখ ভালো রাখার উপায়-চোখ ভালো রাখার খাবার- এবং চোখের ব্যায়াম
(৫ ) নিজেকে সব সময় ছোট করে রেখে অন্যকে বড় করে দেখা !(তবে কারো লেখার সব সময় শুধু তোষামোদী করাটাও অনুচিৎ ) লেখকের সমালোচনা না করে প্রয়োজনে লেখার গঠনমুলক সমালোচনা করা |
(৬ ) ফেসবুকে নিজের লেখায় নিজে লাইক দেয়ার লোভ সামলানোর ক্ষমতা থাকা |
( ৭ ) প্রকৃত সমালোচকের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা |
(৮ ) লেখকের নাম দেখে নয় বরং যেকারো ভালো লেখাকাকে সব সময় মুল্যায়ন করা |
( ৯ ) ভাল লেখক-লেখিকা সব সময় ‘ প্লেন লিভিং-হাই থিংকিং’- এ নীতিতে লাইফ লিড করেন | তাঁরা হন বিনয়ী, উদার ও অসামপ্রদায়িক |
(১০ ) ভালো লেখক-লেখিকা সব সময় অন্তরের আলোকে আন্দোলিত হন বাহ্যিক বাহারে নয় ! যেমন বার বার নিজের পোশাক বদলানো কিংবা বার বার নিজের সেল্ফি বা ছবি প্রদর্শনের সময় এবং মানসিকতা তাঁদের থাকেনা |
(১১ ) প্রচুর পরিমান গবেষনা-পর্যবেক্ষন,-পরীক্ষণ , অধ্যয়ন ও অধ্যবসায় থাকা |
(১২ ) ভালো লেখক-লেখিকার লেখা হবে সাধারণতঃ সহজ- সরল, প্রাঞ্জল | সর্বোপরি জীবনঘনিষ্ঠ এবং সুখপাট্য | …….. ইত্যাদি |
ভালো লেখকের গুণাবলী
ফটিকছড়ি, চট্টগ্রাম , ভালো লেখকের গুণাবলী
১৫–৯–২০১৫ ঈসায়ী