You are currently viewing ঈদ আসেনি ভবে – জায়িদ হাসান জোহা- ঈদ মোবারক
ঈদ মোবারক

ঈদ আসেনি ভবে – জায়িদ হাসান জোহা- ঈদ মোবারক

ঈদ আসেনি ভবে

ঈদ মোবারক , ঈদ মোবারক , ঈদ মোবারক
ঈদ মানে তো উঁচু-নিচু ভুলে কোলাকুলি,
সবার সাথে আনন্দ ভাগ করা খোলাখুলি।
সুখের আলোয় মালিন্য সব হয়ে যাবে ফিকে,
কিন্তু ঈদের প্রতিচ্ছবি পাই না কোনো দিকে।
ঐ ধনীরা ফারাক রেখেই বসছে আগের মতো,
গরীবেরাও বসতে পাশে করছে ইতস্তত।
ধনীর বাড়ি গরীবেরা দাওয়াত পেলো না তো,
নষ্ট হলো মিষ্টি-পায়েশ, গোশত-পোলাও, ভাতও।
অনাহারেই গরীবেরা দিলো এ দিন পাড়ি,
জ্বললো না যে চুলোয় আগুন সাজলো না তার বাড়ি।
বলো শুনি, এমনি করেই চলি যদি সবে-
কেমন করে বলতে পারি ঈদ এসেছে ভবে?
ভেদ-ভেদাভেদ সব মেটাতে ঈদ যদি না আসে-
কী শিখেছ উপোস থেকে রমজানের এক মাসে?
কাজেও যদি তা না করো, যা বলেছো মুখে-
কোন খুশিতে উঠছো মেতে হাসছো সে কোন সুখে?
ভেদাভেদের এই প্রথা ভুল, দাও ভেঙ্গে দাও কাজে-
আসবে নেমে ঈদের খুশি মোদের এ সমাজে।
………………………………………………………………
ঈদ আসেনি ভবে // Zaid Hasan Zoha
পল্লীভিলা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
আরও পড়ুন– কবিতা

Leave a Reply