ঈদের কবিতা – আসাদ বিন হাফিজ
ঈদের কবিতা
ঈদকে নিয়ে কেউ কখনো করোনা আর মশকরা
লোক দেখানো ইবাদতে যায় না খোদায় বশ করা।
খাদ্যে মেশায় ভেজাল যে জন, মজুদ করে মাল
ঈদের আগেই ঝরঝরা হয় তাদের পরকাল।
.
করলো রোজা, পড়লো নামাজ, খাচ্ছে তবু ঘুষ
ঈদ আনন্দ কেমনে পাবে এমন অলম্বুশ?
মনের ভেতর লুকিয়ে রেখে হাজার রকম পাপ
কেমনে তুমি আশা করো খোদার রহম, বাপ?
.
সুযোগ পেলেই ধর্ম টাকে দুহাত দিয়ে তাড়াও
তারপরেও ঈদের মাঠে কেমনে তুমি খাঁড়াও?
মনের ভেতর লোক ঠকানোর হাজার রকম ফন্দি
ঈদ আনন্দ কেমনে পাবে পাপ না করলে বন্দী?
.
জনগণের টাকায় যেজন করলো নানা ইফতারী
কে ঠেকাবে তাকে বলো খোদার হাতে গ্রেফতারী?
দাওনা জাকাত, হচ্ছো ডাকাত, মারছো পরের হক
ঈদের খুশি তবু কি চাও নিজেই যখন ঠগ?
.
তাইতো বলি ঈদকে নিয়ে কেউ করোনা মশকরা
লোক দেখানো ইবাদতে যায় না খোদায় বশ করা।
আরও পড়ুন চমৎকার ছোট গল্প জিনের বাদশা-কাজী নজরুল ইসলাম এর চমৎকার গল্প
আজকে রোজার ঈদ -আসাদ বিন হাফিজ
আজকে রোজার ঈদ
আসাদ বিন হাফিজ
আজ ঈদ, নাই জিদ
নাই তিত, নাই শীত
সবে মিলে গাই গীত
খুশি ভরা এই হৃদ।
আজকে রোজার ঈদ
নাই ঝগড়া, হারজিত
আজকে সকল হৃদ
খোশহালে গায় গীত।
আজকে রোজার ঈদরে
আজকে রোজার ঈদ
মুসলিম ঘরে ঘরে
আজকে নয়া উম্মীদ।
নতুন সাজে সেজেছে
সকল মসজিদ
মসজিদে যাই দলে দলে
গাইতে গাইতে গীত।
আজকে মুখে হাসি
আজকে সবাই খুশি
আজকে পাশাপাশি
আজকে ভালবাসি।
আজ নেই দাসদাসী
রাজা ফকির আসি
মন্ত্রী এবং চাষী
করে হাসাহাসি।
আজ যে দীল খোশ
পাই যে মনে জোশ
নাইরে কারো দোষ
গল্প করি বোস।
কবিতা – স্বৈরাচারের ঈদ -আসাদ বিন হাফিজ
স্বৈরাচারের ঈদ
-আসাদ বিন হাফিজ ঈদের কবিতা
–
হাহাকারের পোলাও রেঁধেছি, হৃদয়ের
রক্তক্ষণ দিয়ে রেধেঁছি জর্দা সেমাই,
চোখের দুধে ফিরনি পায়েস
খোকা তুই আসবি না!
তুই খুব পছন্দ করিস বলে
তোর জন্য রেধেঁছি বিলাপের গোশত,
কষ্টের নুনমাখা ভুনাখিচুড়ি, বেদনার সালাদ
খোকা তুই আসবি না মায়ের কাছে?
কান্নার অশ্রু দিয়ে ধুয়েছি বাসন কোসন
ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছি
ভয়ার্ত আর্তনাদে
খোকা তুই কখন আসবি?
খোকা আমার চেতনার কোষে আঙুল রেখে
ফিসফিসিয়ে বলে, কেমন করে আসবো মা
আমি তো এবার নিজেই কোরবান হয়ে গেছি।
তুমি কি জানো না গণতন্ত্রের মানসকন্যা
গণতন্ত্রের দোহাই দিয়ে খেয়ে ফেলেছে
তোমার ছেলে?
আমার রক্ত দিয়ে রেধেঁছে জর্দা সেমাই
চর্বি দিয়ে ফিরনি পায়েস এবং গরু ও
মহিষের বদলে
মানুষের গোশ্ত দিয়ে সেরেছে ঈদ! সাঈদীর
প্রহসনের নাটক ও ফাঁসির দন্ডাদেশের
পর সারাদেশে পাখির মত গুলি করে মেরে
ফেলেছে শত শত যুবক! শাপলা চত্ত্বরে রক্তগঙ্গা
বইয়ে দিয়েছে।
লাশ, লাশ, আর লাশ
সেই লাশের মিছিল এখন ছুটে চলেছে
জান্নাতের পথে।
মাগো, সেই মিছিলের একজন হিসাবে
আমার যে দাঁড়াবার সময়ও নেই! মা, মাগো,
তোমার চোখের আগুন যদি এখনি
স্বৈরাচারের গদি পুড়িয়ে দিতে না
পারে, তবে বাংলার সব কটি ঘরের ঈদ সে
একাই খেয়ে ফেলবে।
Google Maps এর সাহায্যে কি কি কাজ করা যায়? Google map location
——